Sylhet Today 24 PRINT

গেতাফেকে হারিয়ে রিয়ালের আরও কাছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

গেতাফেকে হারিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। একই সঙ্গে জিরোনাকে টপকে উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

শনিবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনা জিতেছে ৪-০ গোলের ব্যবধানে।

বার্সেলোনার হয়ে একটি করে গোল করেছেন রাফিনিয়া, জোয়াও ফেলিক্স, ফ্রেঙ্কি ডি ইয়ং ও ফেরমিন লোপেজ।

ম্যাচের ২০তম মিনিটে প্রথম গোল পায় বার্সা। জুলস কুন্দে এক হেতাফে ডিফেন্ডারের মাথার ওপর বল বাড়ান রাফিনিয়ার দিকে। যা জালে জড়িয়ে ব্যবধান ১-০ করেন এই ব্রাজিলিয়ান।

বিরতির পর ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স। ক্রিস্টেনসেনের বাড়ানো বলে পা ছুঁয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

তৃতীয় গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জাভির দলকে। ৬১ মিনিটে রাফিনিয়ার অ্যাসিস্টে ব্যবধান ৩-০ করেন ফ্রেঙ্কি ডি ইয়ং।

বার্সেলেনার শেষ গোলটি আসে ফেলিক্সের বদলি নামা ফেরমিন লোপেজের কাছ থেকে। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে। ভিতর রকির বাড়ানো বল গেতাফের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টালে লোপেজের কাছে যায়। ভলিতে বল জালে পাঠিয়ে দলের চতুর্থ গোলটি করেন এই স্প্যানিয়ার্ড। এ নিয়ে চলতি মৌসুমে বদলি খেলোয়াড়দের কাছ থেকে ১১ গোল পেল বার্সেলোনা। যা লিগের সব দলের মধ্যে সর্বোচ্চ।

২৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৫৭। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৫৬। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৫ ম্যাচে ৬২।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.