Sylhet Today 24 PRINT

ক্লাব ফুটবলে ৭৫০ গোলের মাইলফলকে রোনালদো

স্পোর্টস ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচে জালের দেখা পাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স যে ৩৯, এটা কে বলবে! গোলমুখে আগের মতোই অপ্রতিদ্বন্দ্বী রোনালদো ক্লাব ফুটবলে আরও এক মাইলফলক অতিক্রম করলেন। ক্লাব ফুটবলে পর্তুগিজ তারকার মোট গোলসংখ্যা এখন ৭৫০। আর ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে সংখ্যাটা ৮৭৭।

সৌদি প্রো লিগের ম্যাচে রোববার আল শাবাবের বিপক্ষে গোল করেছেন রোনালদো। সঙ্গে ব্রাজিলিয়ান তালিসকা। তাদের গোলে রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়েছে আল নাসর। ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাস্‌র।

প্রতিপক্ষের মাঠে ২১তম মিনিটে সফল স্পট কিকে মাইলফলক ছোঁয়া গোলটি করেন রোনালদো। শাবাবের ডি-বক্সে তাদের ইয়াগো সান্তোসের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টিটি দেন রেফারি।

এই বছরে চার ম্যাচ খেলে প্রতিটিতেই গোল করলেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার জালের দেখা পেলেন টানা ৯ ম্যাচে। ২২ গোল করে আছেন আসরের গোলদাতার তালিকার শীর্ষে।

প্রথমার্ধের শেষ সময়ে সমতা টানেন ইয়ানিক কারাসকো। তবে বিরতির পর খেলা শুরু হতেই তালিসকার গোলে ফের এগিয়ে যায় আল নাস্‌র।

এই দফায় অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি আল নাস্‌র। ৬৭তম মিনিটে কার্লোসের লক্ষ্যভেদে আরও একবার সমতায় ফেরে শাবাব।

৮৬তম মিনিটে জয়সূচক গোলের দেখা পায় আল নাস্‌র। সতীর্থের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

লিগে আল নাস্‌রের এটি টানা ষষ্ঠ জয়। ২১ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.