Sylhet Today 24 PRINT

কুশল মেন্ডিসের দুরন্ত ইনিংসে শ্রীলঙ্কার ১৭৪

স্পোর্টস ডেস্ক |  ০৯ মার্চ, ২০২৪

কুশল মেন্ডিসের দুরন্ত ইনিংসে ভর করে বাংলাদেশের বিপক্ষে ১৭৪ রান করেছে শ্রীলঙ্কা।

শুরুতে সতীর্থদের ভালো সঙ্গ পেয়েছেন। তবে শেষ বেলায় তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের তোপে পড়েন তারা। তাতে উইকেট বিলিয়ে আসছিলেন। মেন্ডিস ৮৬ রান করে ফিরে যাওয়ার পরও ১৭৪ রান পর্যন্ত পৌঁছাতে পেরেছে শ্রীলঙ্কা।

শেষ ওভারে এসে মোস্তাফিজ দিলেন ১৪ রান। ৪ ওভারে তিনি দিয়েছেন ৪৭ রান। শেষ বলে রানআউট হয়েছেন দাসুন শানাকা, তাতে ১ রান কম পেয়েছে শ্রীলঙ্কা। ডেথ ওভারে বাংলাদেশের বোলিং পারফম্যান্স দারুণই বলতে হবে। শেষ ৫ ওভারে শ্রীলঙ্কা তুলতে পেরেছে ৩৫ রান, ১৪ রানের শেষ ওভারের পরও। শ্রীলঙ্কা থেমেছে ৭ উইকেটে ১৭৪ রানে।

পাওয়ারপ্লেতে উইকেট হারিয়ে আবার ধাক্কা খায় শ্রীলঙ্কা। মাঝের ওভারগুলোতে অবশ্য তাদের টানেন কুশল মেন্ডিস। তবে তাঁর সঙ্গে সে অর্থে কার্যকরী জুটি গড়েছিলেন শুধু ওয়ানিন্দু হাসারাঙ্গা, তৃতীয় উইকেটে ওঠে ৩১ বলে ৫৯ রান।
এরপর থেকে শ্রীলঙ্কা নিয়মিতই উইকেট হারিয়ে গেছে। মেন্ডিসের বিপক্ষে বাংলাদেশ বোলাররা একটু এলোমেলোই ছিলেন, তবে তাঁরা জুটি ভাঙার উপায় বের করে নেন ঠিকই।

শেষ পর্যন্ত ১৭৪ রানের স্কোর দুই দলকেই খুশি করার কথা। মাঝের ওভারে উইকেট হারিয়ে শ্রীলঙ্কা আসতে পেরেছে এত দূর। অন্য দিকে আগের দুই ম্যাচে রান তাড়ায় বেশ আত্মবিশ্বাসী থাকার কথা বাংলাদেশের। অবশ্য আজ হাসারাঙ্গা-হুমকি সামলাতে হবে স্বাগতিকদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.