Sylhet Today 24 PRINT

পিএসভিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ড

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক |  ১৪ মার্চ, ২০২৪

ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বরুশিয়া ডর্টমুন্ড।

দ্বিতীয় লেগে পিএসভির বিপক্ষে ২-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে জার্মান ক্লাবটি। প্রথম লেগে ১-১ গোলে ড্রয়ের ফলে দুই লেগ মিলিয়ে স্বাগতিকদের জয় ৩-১ ব্যবধানে।

পিএসভির মাঠ থেকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ড্র করে এসেছিল বরুশিয়া ডর্টমুন্ড। সিগনাল ইদুনা পার্কে দ্বিতীয় লেগে বরুশিয়ার জয়ে গোল করেছেন জেডন সাঞ্চো ও মার্কো রিউস।

পিএসভির মুখোমুখি হওয়ার আগে ইদুনা পার্কে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ৮ ম্যাচ অপরাজিত থাকার তকমা ছিল বরুশিয়ার। আত্মবিশ্বাসী স্বাগতিক দল গোলের দেখা পেয়ে যায় ম্যাচের ৩ মিনিটে। হুলিয়ান ব্রান্ডের অ্যাসিস্ট থেকে এ সময় দৃষ্টিনন্দন এক গোল করেন কিছুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে খেলতে আসা সাঞ্চো।

এরপর চলতে থাকে দুদলের আক্রমণ পাল্টা আক্রমণ। আপ্রাণ চেষ্ট করলেও কেউই আর গোলের দেখা পাচ্ছিল না। শেষ মুহূর্তে গিয়ে জালের দেখা পান রিউস। যোগ করা সময়ে গোল করেন তিনি। তাতে সপ্তম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় বরুশিয়ার।

রাতের অন্য ম্যাচে টাইব্রেকারে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে হারিয়ে শেষ আটে উঠেছে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.