Sylhet Today 24 PRINT

সৌম্যর কনকাশন সাব তানজিদ তামিম

স্পোর্টস ডেস্ক |  ১৮ মার্চ, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেছে চোটের ঝড়। একে একে চোটের তালিকায় নাম লিখিয়েছেন এনামুল, মোস্তাফিজ, সৌম্য ও জাকের।

তাদের মধ্যে মোস্তাফিজ ও জাকের মাঠ ছেড়েছেন স্ট্রেচারে করে। এনামুল শেষ দিকে এসে সেরে উঠলেও বিপত্তি বাকি তিন নামে। যেখানে মোস্তাফিজ টেল এন্ডার ব্যাটার, জাকের আলী একাদশের বাইরে, এতে মুল বাধা সৌম্যকে নিয়ে। হাঁটুতে পাওয়া সেই চোট গুরুতর হওয়ায় শেষ পর্যন্ত ব্যাটিংয়ে নামতে পারেননি এই বাঁহাতি ওপেনার।

তার পরিবর্তে কনকাশন সাবে ওপেনিংয়ে নেমেছেন স্কোয়াডে থাকা তৃতীয় ওপেনার তানজিদ হোসেন তামিম।

সৌম্য চোট পান ইনিংসের একদম শেষ দিকে ৪৮তম ওভারে। ফাইন লেগে ফিল্ডিংয়ের সময়ে বাউন্ডারি বাঁচানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে হাঁটুর ওপর ভর দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন সৌম্য। সেই চোটেই শেষ পর্যন্ত ম্যাচ থেকে ছিটকে যান এই বাঁহাতি ব্যাটার।

এদিকে লিয়ানাগের সেঞ্চুরিতে ২৩৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পায় শ্রীলঙ্কা। সেটি তাড়ায় এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে নেমে শুরুটা ভালো পেয়েছেন তামিম।

পঞ্চম ব্যাটার হিসাবে আউট হওয়ার আগে করেছেন ইনিংস সর্বোচ্চ ৮৪ রান। ৮১ বলে তার এই ইনিংসে ছিল ৯টি চার  ও ৪টি ছক্কার মার। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.