Sylhet Today 24 PRINT

দুইশ ছাড়িয়ে শ্রীলঙ্কার লিড

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মার্চ, ২০২৪

দ্বিতীয় দিনের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে কিছুটা চাপে রেখেছে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে পাওয়া ৯২ রানের লিডের সৌজন্যে ২১১ রানে এগিয়ে গেছে সফরকারীরা।

দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১১৯ রান। ধানাঞ্জায়া ডি সিলভা ৪১ বলে ২৩ ও ভিশ্ব ফার্নান্দো ১৯ বলে ২ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৮৮ রানে।

৩ উইকেটে ৩২ রান নিয়ে খেলতে নেমে শনিবার আর ১৫৬ রান করতে পেরেছে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম।

আর কেউ ত্রিশ রানও করতে পারেননি।

পরে শ্রীলঙ্কা দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামলে প্রথম বলেই দিমুথ কারুনারাত্নেকে রান আউটের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। পরে কারুনারাত্নেই খেলেন ৫২ রানের ইনিংস। দিনের শেষ দিকে আউট হন তিনি।

এছাড়া বেশিক্ষণ টিকতে পারেননি নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসাল মেন্ডিস, দিনেশ চান্দিমালরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.