Sylhet Today 24 PRINT

কোপা আমেরিকায় গ্রুপে যাদের পেল ব্রাজিল ও আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক |  ২৫ মার্চ, ২০২৪

জুনে শুরু হচ্ছে লাতিন আমেরিকা অঞ্চলের প্রতিযোগিতা কোপা আমেরিকা। উদ্বোধনী দিন ২০ জুন আর্জেন্টিনা–কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের কোপা আমেরিকা।

গত বছরে ডিসেম্বরে গ্রুপ পর্বের ড্র চূড়ান্ত হয়েছিল কোপা আমেরিকার। বাকি ছিল আর্জেন্টিনা ও ব্রাজিলের গ্রুপে চূড়ান্ত না হওয়া একটি করে দলের নাম। অবশেষে সাড়ে তিন মাস পর গ্রুপ পর্বের চূড়ান্ত না হওয়া প্রতিপক্ষ খুঁজে পেয়েছে দুই লাতিন পরাশক্তি।

কানাডাকে ‘এ’ গ্রুপে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই গ্রুপে আগে থেকেই নিশ্চিত হওয়া দুই দল চিলি ও পেরু।

‘ডি’ গ্রুপে থাকা রানার্সআপ ব্রাজিল পেয়েছে কোস্টারিকাকে। গ্রুপের অন্য দুই দল কলম্বিয়া ও প্যারাগুয়ে।

আসরটি মূলত দক্ষিণ আমেরিকা মহাদেশের টুর্নামেন্ট হলেও তা এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মাটিতে। এবারের আসরে লাতিন আমেরিকার ১০টি দলের পাশাপাশি অংশ নেবে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের (কনক্যাকাফ) ৬ দল।

ড্রয়ের পরও যে দুটি জায়গা তা নিশ্চিতে প্লে-অফে মুখোমুখি হয় কানাডা-ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং কোস্টারিকা–হন্ডুরাস।

টেক্সাসের টয়োটা স্টেডিয়ামে কনক্যাকাফ নেশনস লিগের ম্যাচটিতে ত্রিনিদাদকে ২–০ গোলে হারায় কানাডা।’

একই মাঠে কানাডার পর জয়ের স্বাদ পায় কোস্টারিকা। হন্ডুরাসকে ৩–১ গোলে হারায় তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.