Sylhet Today 24 PRINT

শেষ মুহূর্তের গোলে কিংস অ্যারোনায় ফিলিস্তিনের জয়

স্পোর্টস ডেস্ক |  ২৬ মার্চ, ২০২৪

আর মিনিট চারেক সময় পার হয়ে গেলে হারত না বাংলাদেশ, উপরন্তু এক পয়েন্ট পাওয়া হতো। কিন্তু সেটা হয়নি। যোগ করা সময়ের শেষের দিকে বাংলাদেশ হেরে গেছে ফিলিস্তিনের কাছে।

মঙ্গলবার (২৬ মার্চ) কিংস অ্যারোনায় বাংলাদেশের পরাজত ১-০ গোলে। এরআগে প্রথম লেগে বাংলাদেশ দলটির কাছে হেরেছিল ৫-০ গোলের ব্যবধানে।

এই হারে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল দলের অপরাজিত থাকার রেকর্ড ক্ষুণ্ণ হলো। ইনজুরি সময়ে  ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেন মিকাইল তেরমানিনি।

নির্ধারিত ৯০ মিনিট খেলা গোলশুন্য ড্র ছিল। ৮ মিনিট ইনজুরি সময়ের শুরুতেই ফিলিস্তিনের আহমেদ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। দশ জনের দলের ওপর বাংলাদেশের চড়াও হওয়ার কথা। সেখানে উল্টো বাংলাদেশ রক্ষণের ভুলে ম্যাচ হারে। মিকাইল তেরমানিনি বক্সের মধ্যে আনমার্কড ছিলেন। আগুয়ান গোলরক্ষক মেহেদী শ্রাবণ কোনো সুযোগ পাননি। ৮৩ মিনিটে গোলরক্ষক মিতুল ব্যথা পেয়ে মাঠ ছাড়লে শ্রাবণ নামেন৷

বাংলাদেশ ও ফিলিস্তিনের র‍্যাংকিং ব্যবধান ৮৬। পাঁচ দিন আগেই কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ আজ হোম ম্যাচে ফিলিস্তিনকে প্রায় রুখে দিয়েছিল। যদিও শেষ রক্ষা হয়নি৷

দ্বিতীয়ার্ধের শুরুটা বাংলাদেশের ভালো হয়নি৷ ৪৮ মিনিটে শাকিলের ব্যাকপাস মিতুল বাড়াতে গিয়ে ফিলিস্তিনের দাবাগকে বল দিয়ে দেন। ফাঁকা জালে মিস করেন আগের ম্যাচের হ্যাটট্রিক ম্যান। দশ মিনিট পর সেই দাবাগের অসাধারণ হেড মিতুল মারমা দুর্দান্ত সেভ করেন। আলাদিন হাসানের দূরপাল্লার শটও ভালো সেভ করেন মিতুল।

৭০ মিনিটে বাংলাদেশ কেচ কয়েকটি পরিবর্তন করেন৷ অধিনায়ক জামাল, ফাহিমের পরিবর্তে সোহেল রানা, ফাহিম নামেন ৷ বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ভালো ফুটবল খেলেও ইনজুরি সময়ে মনঃসংযোগের ভুলে ম্যাচ হারল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.