Sylhet Today 24 PRINT

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক |  ২৭ মার্চ, ২০২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

বুধবার (২৭ মার্চ) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের মাত্র ৮৯ রানে অলআউট করে মাত্র ১৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৩ রান তুলে ফেলে অজিরা।

অধিনায়ক নিগার সুলতানা ৩৯ বলে দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেছেন। এছাড়া ১০ রান করে নেন স্বর্ণা আক্তার ও সুলতানা খাতুন। ১৪ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন মারুফা আক্তার। ডাক মেরেছেন ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার।

এদিন বিব্রতকর এক রেকর্ড করেন নাহিদা। বাংলাদেশি কোনো নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ ৯ বার ০ রানে আউট হন তিনি।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৩ রানের জুটি করে বড় জয়ের ইঙ্গিত দেয় অস্ট্রেলিয়া। ৩৩ বলে ৩৪ রান করে আলিশা হিলি আউট হন। আর ১২ রান করেন পবি লিচফিল্ড।

তৃতীয় উইকেটে ৩৯ রানের অপরাজিত জুটি করে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন অ্যালিশে পেরি ও বেথ মুনি।

স্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন কিম গ্র্যাথ ও অ্যাশলে গার্ডনার। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রাবেয়া খান ও সুলতানা খাতুন।

ম্যাচসেরা হন কিম গ্র্যাথ। আর সিরিজসেরা হন অ্যাশলে গার্ডনার।

ওয়ানডে সিরিজের পর একদিনের ক্রিকেটে ভরাডুবির পর ৩১ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই টি-টোয়েন্টি হবে ২ ও ৪ এপ্রিল।

সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.