Sylhet Today 24 PRINT

গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার চাপে লিটন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০২৪

বর্তমানে বাজে সময় পার করছেন লিটন দাস। ফর্মহীনতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে দল থেকে বাদ পড়েন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও ব্যর্থ লিটন। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে দৃষ্টিকটু এক শট খেলে আউট হয়ে সমালোচনার শিকার হন তিনি। তবুও শেষ টেস্টে লিটনকে নিয়ে আশাবাদী বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস।

চট্টগ্রাম টেস্টের আগেই পরিবারের জরুরি প্রয়োজনে অস্ট্রেলিয়া গেছেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আগামীকাল শুরু হতে যাওয়া এই টেস্টে তাই বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ নিক পোথাস। ম্যাচের আগের দিন নিয়মমাফিক সংবাদ সম্মেলনেও আসলেন তিনি।

সেখানেই নিক পোথাসকে জিজ্ঞাসা করা হয় লিটনের ফর্ম নিয়ে। বিশেষ করে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে অবিবেচকের মতো শটে আউট হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এ অবস্থায় লিটনের উপর যে চাপ রয়েছে তার স্বীকার করেন টাইগারদের সহকারী কোচ নিক পোথাস। দক্ষিণ আফ্রিকান কোচের দাবি এই লিটনের উপর এ চাপ আসছে বাইরে থেকে।

লিটনকে নিয়ে ভারপ্রাপ্ত প্রধান কোচ পোথাস বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, লিটন ভালো জায়গায় আছে। সমস্যা হলো লিটনের ওপর চাপটা আসে বাইরে থেকে। আমি মনে করি আমরা যদি লিটনকে লিটনের হাতে ছেড়ে দিই, সে আপনাকে তার সেরাটা দেখাবে।’

বাইরে থেকে লিটনের ওপর চাপ কীভাবে আসে সেই ব্যাপারে পোথাস বলেন, ‘গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম যেভাবে তার ওপর হামলে পড়ে, আমরা ভুলে যাই যে এই ছেলেরা খুব ভালো ক্রিকেটার এবং তারাও মানুষ।’

লিটনের সঙ্গে মানুষের মতো আচরণও করতে বললেন পোথাস, ‘আমরা যদি তাদের সঙ্গে মানুষের মতো আচরণ করি এবং নিজের মতো কাজ করার সুযোগ করে দিই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সে আপনাকে সেরা ফলাফল এনে দেখাবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.