Sylhet Today 24 PRINT

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, পাঁচে ব্রাজিল

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০২৪

বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম লেগে ৫-০ এবং ঘরের মাঠে ১-০ ব্যবধানে হেরেছিল জামাল-তপুরা। এই দুই হারের প্রভাব পড়েছে ফিফার র‍্যাঙ্কিয়েও। ১৮৩ থেকে ১৮৪ তে নেমে গেছে বাংলাদেশ। তবে সবার শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশের মতো ভারতেরও অবনমন ঘটেছে র‍্যাংকিংয়ে। আকাশী নীলরা ১১৭ থেকে ১২১ এ নেমে গেছে।

র‍্যাঙ্কিয়ে লিওনেল মেসিদের পরের স্থানেই আছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ইংল্যান্ডকে চারে ঠেলে তিনে উঠে এসেছে বেলজিয়াম। পাঁচে যথারীতি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এগিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও। নেদারল্যান্ডসকে সাতে পাঠিয়ে এক ধাপ ওপরে উঠে এসেছে পর্তুগাল। অষ্টম স্থানে যথারীতি স্পেন। সেরা দশের অন্য দুই দল হলো ইতালি ও ক্রোয়েশিয়া।

শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৮৫৮। মার্চে এল সালভাদরকে ৩-০ ও কোস্টা রিকাকে ৩-১ গোলে হারায় কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। একই বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স এই সময়ে জার্মানির বিপক্ষে ২-০ গোলে হারলেও চিলিকে ৩-২ গোলে হারায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.