Sylhet Today 24 PRINT

মোস্তাফিজের কাছেই ফিরল পার্পল ক্যাপ

স্পোর্টস ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০২৪

প্রথম স্পেলের ২ ওভারে দিলেন ১২ রান। পরের দুই ওভারে দিলেন ১০ রান। সঙ্গে ২ উইকেট। সেই ২ উইকেট ইনিংসের শেষ ওভারে মাত্র ১ রান দিয়ে।

গতরাতে চিপকে এমন ভয়ংকর সুন্দর মোস্তাফিজুর রহমানের দেখা মিলল আবার। ফলাফল চেন্নাই সুপার কিংসের তৃতীয় জয়।

দিন কয়েক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভিসার কাজে ঢাকায় ফিরতে হওয়ায় চেন্নাই সুপার কিংসের হয়ে আগের ম্যাচে ফিজ খেলতে পারেননি সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। গতকাল ফেরার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ৫.৫০ ইকোনোমিতে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার।

সঙ্গে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে আবারও এবারের আইপিএলের পার্পল ক্যাপ মাথায় পরলেন মোস্তাফিজ। সমান ম্যাচে ৮ উইকেট নেওয়া রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহালকে টপকে গেলেন তিনি।

মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের সামনে কলকাতা টসে হেরে ব্যাটিংয়ে নেমে করতে পারে ৯ উইকেটে ১৩৭ রান। নিজের তৃতীয় ওভারে মহেন্দ্র সিং ধোনির গ্লাভস থেকে আন্দ্রে রাসেলের ক্যাচ না পড়লে ফিজের উইকেট দাঁড়াত তিন।

দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে ১ নো বলের সঙ্গে ৯ রান দেন মোস্তাফিজ। তবে সেই ওভারের তৃতীয় বলে রাসেলের ক্যাচ ছাড়েন ধোনি। তবে উইকেটের জন্য অপেক্ষা করতে হয়নি ফিজকে। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ফেরান কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। তার ক্যাচটি নিয়ে আইপিএলে নিজের ১০০ তম ক্যাচ নেওয়ার কীর্তি গড়লেন রবীন্দ্র জাদেজা। সেই ওভারের চতুর্থ বলে মিচেল স্টার্ককে ডাক উপহার দেন মোস্তাফিজ।

কলকাতার হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন আইয়ার। চেন্নাইয়ের হয়ে সমান তিনটি করে উইকেট নিয়েছেন জাদেজা ও তুষার দেশপাণ্ডে। চেন্নাই ম্যাচ জিতেছে ৭ উইকেটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.