Sylhet Today 24 PRINT

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

স্পোর্টস ডেস্ক |  ১৪ মে, ২০২৪

প্রতীকী ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১৪ মে) ঘোষিত দলে চমক বলতে অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিনের বাদ পড়া। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলেছিলেন।

সাইফউদ্দিন বাদ পড়লেও দলে আছেন তানভির ইসলাম। এই স্পিনার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুই ম্যাচ খেলেছেন। আর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ফেরার গুঞ্জন থাকলেও সেটি সত্যি হয়নি।

স্ট্যান্ডবাই হিসেবে আছেন পেসার হাসান মাহমুদ ও ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হলেও দলে আছেন ব্যাটার-উইকেটরক্ষক লিটন দাস। আছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিবও।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মিরপুরে ফিল্ডিংয়ে ডাইভ দিতে গিয়ে ডান ঊরুর মাংসপেশিতে ব্যথা পাওয়ার পরই তাসকিনের বিশ্বকাপ দলে থাকা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। এরই মধ্যে তাঁর চিড় ধরা পড়েছে। এ ধরনের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে। যার কারণে তাসকিনকে নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যাবে কি না, তা নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে এই পেসার বিশ্বকাপে যাচ্ছেন সহ-অধিনায়ক হিসেবে।

দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে নতুন নির্বাচক প্যানেল প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের দল ঘোষণা করল আজ। প্রথমবার তিন সংস্করণে নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তর কাঁধেই থাকছে বিশ্বকাপে মাঠে দলকে সামলানোর দায়িত্ব।

প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরের শুরুতে স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন শান্তরা। এরপর শুরু করবেন বিশ্বকাপের মূল মঞ্চের লড়াই।

বিশ্বকাপের প্রস্তুতি সারতে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। ২১, ২৩ ও ২৫ মে হিউস্টনে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৮ মে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন শান্তরা। জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।

রিজার্ভ: হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.