Sylhet Today 24 PRINT

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ উপলক্ষ্যে নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জানুয়ারী, ২০১৬

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামের নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা সোমবার বিকেলে জেলা ক্রীড়া ভবনে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম কামরুল হাসান, আইসিসি কো-অর্ডিনেটর নাথান কের, লেফটেন্যান্ট কর্ণেল শাহ আলম চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রহমত উল্লাহ, মেজর মিনতাহিদ, মেজর মোহাম্মদ হুমায়ুন কবির, মেজর ফকরুল , মেজর রাইহান, মেজর মেহেদী, ক্যাপ্টেন অমর, ক্যাপ্টেন মনোয়ার, ক্যাপ্টেন মোহাম্মদ আতিউল ইসলাম, মোঃ আজিজুল হক, আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি, সিলেট জেলা স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার সুমাত নুরী চৌধুরী জুয়েল প্রমুখ।

খেলাচলাকালীন চার স্তরের (বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব ,বাংলাদেশ পুলিশ ও বিজিবি) নিরাপত্তায় সিলেট জেলা স্টেডিয়াম বেষ্টিত থাকবে।

উল্লেখ্য, সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রথমবারের মত আন্তর্জাতিক মানের বৃহৎ ক্রিকেট আসর বসতে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.