Sylhet Today 24 PRINT

ম্যাচ ড্রয়ে ব্রাজিল-কলম্বিয়া দুদলই কোয়ার্টার ফাইনালে

স্পোর্টস ডেস্ক |  ০৩ জুলাই, ২০২৪

ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ শেষ হয় ১-১ গোলে। ম্যাচের ১২তম মিনিটে রাফিনিয়া গোল করে দলকে এগিয়ে নিলেও এই লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল।

ফলে গ্রুপের রানার্সআপ হয়ে ব্রাজিলকে যেতে হচ্ছে কোয়ার্টার ফাইনালে, সেখানে তাদের প্রতিপক্ষ সি গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ে।

আগামী ৭ জুলাই সকাল ৭টায় ব্রাজিল ও উরুগুয়ে নামবে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে।

অপরদিকে, এই ম্যাচ ড্র করে কলম্বিয়া হয়েছে গ্রুপের চ্যাম্পিয়ন, কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ পানামা। ম্যাচ হবে একইদিন ভোর ৪টায়।

এই ম্যাচ দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও ব্রাজিলের জন্যে ম্যাচটি সুখের ছিল না, কারণ গ্রুপ পর্যায়ে দুইটা হলুদ কার্ড পাওয়ায় ভিনিসিয়াস জুনিয়রকে উরুগুয়ের বিপক্ষে পাবে না ব্রাজিল। কলম্বিয়া অবশ্য আজ শুরু থেকে ব্রাজিলের ওপর আধিপত্য বিস্তার করেছে। প্রথমার্ধ শেষে তো বলের দখলেও তারা এগিয়ে ছিল। তবে শেষ পর্যন্ত অন টার্গেট শটসহ অন্য দিকগুলোয় এগিয়ে ছিল কলম্বিয়া।

কলম্বিয়া প্রথম সুযোগটা পেয়েছিল গোলের। হামেস রদ্রিগেজের ফ্রি কিক ক্রসবারে লেগে না গেলে লক্ষ্যভ্রষ্ট না হলে ম্যাচের শুরুর দশ মিনিটেই এগিয়ে যেতে পারত দলটা। ম্যাচের ১২ মিনিটে ফ্রি কিক পায় ব্রাজিল। সেখান থেকে রাফিনিয়া দারুণ এক গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে।

এরপর ফ্রি কিক থেকে এক বার ব্রাজিলের জালে বল জড়িয়েছিল কলম্বিয়াও। তবে কর্নার নেওয়ার সময় দাভিনসন সানচেজ অফসাইডে ছিলেন, তাই দীর্ঘ ভিএআর যাচাইয়ের পরেও গোলটা পায়নি কলম্বিয়া। লিড টিকে থাকে ব্রাজিলের।

কলম্বিয়া একটা গোলের জন্য ব্রাজিলের ওপর চাপ সৃষ্টি করেই গেছে এরপর। হামেস রদ্রিগেজের ফ্রি কিক ঠেকান অ্যালিসন বেকার। তবে বিরতির আগে দানিয়েল মুনোজের শটটা ঠেকাতে পারেননি তিনি।

দারুণ দুই পাসে ব্রাজিলের রক্ষণ ভেঙে বলটা মুনোজের পায়ে দেন জন করদোবা। গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। ফলে বিরতির ঠিক আগে সমতা ফেরায় কলম্বিয়া।

বিরতির পর কলম্বিয়া একাধিক সুযোগ পেয়েছিল ম্যাচটা জেতার। সবচেয়ে সহজ সুযোগটা এসেছিল ৮৫ মিনিটে রাফায়েল বোরের সামনে। তিনি ব্রাজিল গোলরক্ষক অ্যালিসনকে অনেকটা একা পেয়েও বলটা লক্ষ্যে রাখতে পারেননি। ফলে ম্যাচটা ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.