Sylhet Today 24 PRINT

ব্রাজিলের পেনাল্টি প্রাপ‍্য ছিল: কনমেবল

স্পোর্টস ডেস্ক |  ০৪ জুলাই, ২০২৪

কোপা আমেরিকার গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে বাজে রেফারিংয়ের শিকার হয়েছে ব্রাজিল। একটা পেনাল্টি প্রাপ্য ছিল ব্রাজিলের, কিন্তু সেটা দেওয়া হয়নি। এমনটা স্বীকার করেছে কনমেবল।

লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্তা সংস্থাটি বলেছে, ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করায় পেনাল্টি না দিয়ে ভুল করেছেন রেফারি ও ভিএআর।

‘ডি’ গ্রুপের শীর্ষস্থানের জন‍্য কলম্বিয়ার সঙ্গে লড়াই করছিল ব্রাজিল। প্রথম দুই ম‍্যাচে চার পয়েন্ট পাওয়ায় তাদের প্রয়োজন ছিল জয়। রাফিনিয়ার চমৎকার ফ্রি কিকে দ্বাদশ মিনিটে এগিয়েও গিয়েছিল দরিভাল জুনিয়রের দল।

প্রথমার্ধে অনায়াসেই দ্বিগুণ হতে পারত ব‍্যবধান। বল পায়ে দারুণ গতিতে ডি বক্সে ঢুকে পড়েছিলেন ভিনিসিয়াস। পেছন থেকে ছুটে গিয়ে মরিয়া স্লাইডে বল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন দানিয়েল মুনিয়োস।

প্রথম দেখাতেই মনে হয়েছিল, বলে পা ছোঁয়াতে পারেনি কলম্বিয়ান ডিফেন্ডার। পরে রিপ্লেতে আরও নিশ্চিত হয় সেটি। কিন্তু ব্রাজিলের খেলোয়াড়দের জোরাল দাবির মুখেও পেনাল্টি দেননি ভেনেজুয়েলার রেফারি হেসুস ভালেনজুয়েলা।

কয়েকবার পরীক্ষার পরও মুনিয়োস বল স্পর্শ করতে পেরেছিলেন ধরে নিয়ে রেফারির সিদ্ধান্তই বহাল রাখে আর্জেন্টিনার মাউরো ভিলিয়ানোর নেতৃত্বাধীন ভিএআর।

তবে বুধবার এক ভিডিও বার্তায় মুনিয়োস বল স্পর্শ করতে পারেননি নিশ্চিত করে, ভুল স্বীকার করে নেয় কনমবেল।

“বেপরোয়াভাবে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে স্পর্শ করার আগে যে বলে ডিফেন্ডারের স্পর্শ ছিল না, সেটা চিহ্নিত করতে ব‍্যর্থ হয় ভিএআর। এতে ভিএআর ভুলবশত মাঠের রেফারির সিদ্ধান্ত বহাল রাখে।”

এই ভুল সিদ্ধান্তের একটু পরেই জালের দেখা পান মুনিয়োস। ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হয় ব্রাজিল। এতে কোয়ার্টার-ফাইনালে তাদের খেলতে হবে দারুণ ছন্দে থাকা উরুগুয়ের বিপক্ষে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.