Sylhet Today 24 PRINT

দ. আফ্রিকাকে ২৪১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০১৬

স্পোর্টস ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম খেলায় বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ২৪১ রানের  লক্ষ্য দিয়েছে স্বাগতিক বাংলাদেশের যুবারা।
 
বুধবার (২৭ জানুয়ারি) সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে টাইগাররা।
 
দলের হয়ে সর্বোচ্চ রান করেন নাজমুল হাসান শান্ত। তার সংগ্রহ ৮৩ বলে তিন ছক্কা আর চার চারে ৭৫ রান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ করেন জয়রাজ শেখ। ৫০ বলে এক ছয় আর ছয় চারে ৪৬ রান করেন জয়রাজ। উদ্বোধনী ব্যাটসম্যান পিনাক ঘোষ করেন ৪৩ রান।
 
দক্ষিণ আফ্রিকার উইয়ান মুলডার তিনটি এবং সিপামলা, হোয়াইটহেড ও জর্জি একটি করে উইকেট নেন।
 
এ ম্যাচ দিয়ে টাইগার যুবারা শুরু করে তাদের বিশ্বকাপ অভিযান। 'এ' গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও নামিবিয়া।
 
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পিনাক ঘোষ, জয়রাজ শেখ, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সাঈদ সরকার, সঞ্জিত সাহা, আব্দুল হালিম, সালেহ আহমেদ শাওন।
 
দ. আফ্রিকা একাদশ: লিয়াম স্মিথ, কাইল ভেরায়নি, উইয়ান মুলডার, টনি ডি জর্জি, রিভালদো মনস্যামি, ডায়ান গালিয়েম, ফারহান সায়ানভালা, উইলিম লুডিক, লুক ফিল্যান্ডার, শেন উইটহেট, লুথো সিপামলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.