Sylhet Today 24 PRINT

যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক এখন বাংলাদেশের শান্ত

স্পোর্টস ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০১৬

যুব ওয়ানডের ইতিহাসে রেকর্ডের পাতায় সবার উপরে নাম উঠল বাংলাদেশের। যুব ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক এখন  বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পাকিস্তানের সামি আসলামকে হটিয়ে ৫৪ ম্যাচে  ১৭০০’র বেশি রান নিয়ে শান্তই এখন সবার সেরা।  সর্বোচ্চ রানের মালিক হতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬২ রান প্রয়োজন ছিল নাজমুল হোসেনের। দলীয় ৩৭.১ ওভারে চার মেরে আগের রেকর্ড ভেঙে নাজমুল বসালেন নিজের নাম।

এক বছর রেকর্ডটি ধরে রেখেছিলেন পাকিস্তানি ক্রিকেটার সামি আসলাম। ৪০ ম্যাচে পাকিস্তানের ওপেনার করেন ১৬৯৫ রান।
 
বিশ্বকাপের প্রথম  ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন শান্ত। তবে এদিন আর শতক মিস করলেন না, খেললেন ১১৩ রানের অনবদ্য ইনিংস। এবারের যুব বিশ্বকাপেও শান্তই এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.