Sylhet Today 24 PRINT

জোড়া গোলে পর্তুগালকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২৫

চল্লিশোর্ধ ক্রিশ্চিয়ানো রোনালদো যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে ক্রমশ। আরও দুই গোল করেছেন তিনি বিশ্বকাপ বাছাইপর্বে। রোনালদো ও জোয়াও ফেলিক্সের জোড়া গোল এবং জোয়াও কানসালোর গোলে আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল।

শনিবার রাতে এটা ছিল ২০২৬ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচ।

এই জোড়া গোলে রোনালদো বিশ্বকাপ বাছাইপর্বে তার গোলসংখ্যা নিয়ে গেলেন ৩৭-এ। বাছাইপর্বে রোনালদোর সামনে আছেন কেবল গুয়াতেমালার কার্লোস রুইজ। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত গুয়াতেমালার হয়ে খেলা রুইজ বিশ্বকাপ বাছাইপর্বে ৪৭ ম্যাচ খেলে করেছেন ৩৯ গোল। রোনালদোর ঠিক পেছনে রয়েছেন লিওনেল মেসি। বিশ্ববাপ বাছাইপর্বে মেসি ৭২ ম্যাচ খেলে করেছেন ৩৬ গোল; অন্যদিকে ৩৭ গোল করতে রোনালদো খেলেছেন মাত্র ৪৮ ম্যাচ।

আর্মেনিয়ার বিপক্ষে খেলতে নামা রোনালদো গোল পেয়ে যান ম্যাচের ২১ মিনিটেই। জোয়াও ফেলিক্সের ১০ মিনিটের গোলের পর রোনালদোর মেসিকে ছাড়ানো গোলে ২১ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

রোনালদো এরপর গোল করেছেন আরও একটি, আরও এক গোল করেছেন ফেলিক্স। এর সঙ্গে যোগ হয়েছে জোয়াও কানসেলোর গোল।

রোনালদোর মেসিকে ছাড়িয়ে যাওয়ার রাতে জয় পেয়েছে ইংল্যান্ড। নিজেদের মাঠে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়েছে তারা। ৪ ম্যাচে পুরো ১২ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে টমাস টুখেলের দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.