স্পোর্টস ডেস্ক | ০৮ সেপ্টেম্বর, ২০২৫
বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয় ফিরল জার্মানি। নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের সপ্তম মিনিটে সের্গে জিনাব্রি গোল করে জার্মানিকে লিড এনে দেন।
৩৪ মিনিটে কর্নার থেকে ভলিতে গোল করে সমতায় ফেরান নর্দার্ন আয়ারল্যান্ডের ইসাক প্রাইস। প্রথমার্ধে দুই দল সমানতালে লড়লেও বিরতির পর চিত্র পাল্টে যায়।
৬৯ মিনিটে ডেভিড রাউমের লম্বা পাসে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে বল ফাঁকায় চলে আসে, সুযোগটি নষ্ট করেননি নাদিম আমিরি।
ম্যাচের ৭২ মিনিটে ফ্লোরিয়ান ভার্টজ বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান ৩-১ করেন।
এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।
আগের ম্যাচে স্লোভাকিয়ার কাছে ২-০ গোলে হেরেছে জার্মানি।