Sylhet Today 24 PRINT

ক্ষমা চেয়ে লিটন দাস বললেন, ‘শিগগিরই আপনাদের প্রত্যাশার প্রতিদান দিতে পারব’

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপ ক্রিকেট ২০২৫-এ সেরা খেলাটা দিয়েও ফাইনালে পৌঁছাতে না পারায় হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের তারকা ব্যাটার লিটন কুমার দাস। এক ফেসবুক পোস্টে তিনি দলীয় ব্যর্থতার জন্য ভক্ত-সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

লিটন লেখেন, “আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলে ট্রফি জয় করা। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমরা পারিনি। দলের পক্ষ থেকে আমরা সকল বাংলাদেশি সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”

ব্যক্তিগত দিক থেকে ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে খেলতে না পারাটা তার জন্য কষ্টদায়ক ছিল বলে জানান লিটন। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও মাঠে নামতে পারবেন না তিনি। পোস্টে তিনি বলেন, “আমি যথাসাধ্য চেষ্টা করেছি দ্রুত সুস্থ হয়ে ফিরতে, কিন্তু সেটা সম্ভব হয়নি। এই না পারাটা আমাকে দীর্ঘদিন কষ্ট দেবে।”

তবে সবকিছুর পরও ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান লিটন দাস। তিনি লিখেছেন, “আমরা বিশ্বের সেরা সমর্থক পেয়েছি। আশা করছি শিগগিরই আপনাদের প্রত্যাশার প্রতিদান দিতে পারব।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.