Sylhet Today 24 PRINT

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

স্পোর্টস ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০২৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর বুলবুলকে আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বী না থাকায়, কার্যত ‘ওয়াকওভার’ পেয়েই তিনি বসেছেন দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ আসনে।

এর আগে একই দিন ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে নির্বাচিত হন বুলবুল। ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ) পর্যায়ে অনুষ্ঠিত ভোটে বুলবুল পেয়েছেন ১৫টি ভোট, যা তাকে সহজ জয় এনে দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.