Sylhet Today 24 PRINT

বিসিবির সহসভাপতি পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ফারুক-সাখাওয়াত

সিলেটটুডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। একইভাবে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি ও সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ এবং ক্রীড়া সংগঠক সাখাওয়াত হোসেন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে নবনির্বাচিত পরিচালকদের উপস্থিতিতে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। আগে গুঞ্জন ছিল সহ-সভাপতি পদে নাজমুল আবেদিন ফাহিম প্রার্থী হবেন, তবে শেষ পর্যন্ত তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। ফলে ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সহ-সভাপতির দায়িত্ব পান।

একই দিনে পরিচালক নির্বাচনেও বিজয়ী হয়েছেন এই দুইজন। ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন ফারুক আহমেদ। আর বরিশাল বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সাখাওয়াত হোসেন।

এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫৬ জন। নির্বাচন কমিশনের তথ্যমতে, ভোট দিয়েছেন ১১৫ জন কাউন্সিলর। যা মোট ভোটের ৭৩.৭১ শতাংশ।

পরিচালক নির্বাচনে যারা বিজয়ী

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ): চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলি খান, ঢাকা থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল থেকে সাখাওয়াত হোসেন, সিলেট থেকে রাহাত শামস, রাজশাহী থেকে মোখলেসুর রহমান এবং রংপুর থেকে হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব): ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতিখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও সংস্থা): নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন থেকে দায়িত্ব পেয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.