Sylhet Today 24 PRINT

টি-২০ বিশ্বকাপ: আয়ারল্যান্ডকে হারিয়ে ওমানের চমক

ক্রীড়া প্রতিবেদক |  ০৯ মার্চ, ২০১৬

আইসিসির বড় আসরে মাঝে মাঝেই বড় দলকে হারিয়ে অঘটনের এর জন্ম দেয়া আইরিশরা এবার নিজেরাই এরকম ঘটনার শিকার হয়েছে। শক্তির বিচারে তাদের থেকে অনেক পিছিয়া থাকা ওমানের কাছে নাটকীয়ভাবে দুই উইকেটের হেরেছে পোটারফিল্ডের দল।

বাছাইপর্বের আদলে প্রথমপর্বের বাংলাদেশের গ্রুপের (গ্রুপ-এ) ম্যাচে ধর্মশালায় আয়ারল্যান্ডের করা ১৫৪ রানের লক্ষ্য ২ উইকেট ও ১ বল হাতে রেখে জিতেছে এশিয়ার দল ওমান।

১৫৪ রান তাড়া করতে নেমে আইরিশ বোলারদের উপর শুরু থেকেই চড়াও হন ওমানের দুই ওপেনার জিসান মাকসুদ ও খাওয়ার আলী। ৮ ওভার ৩ বলে তাদের ৬৯ রানের জুটিতেই জয়ের ভিত পায় ওমান।

জিসান ৩৮, খাওয়ার ৩৪ রান করে আউট হবার পর দ্রুত আরও ৩টি উইকেট নিয়ে খেলায় ফিরে আসে আইরিশরা।

তবে জাতিন্দার সিংকে সাথে নিয়ে আমির আলি ঝড়ো ব্যাটিং করে খেলার মোড় ঘুরিয়ে জয় তোলে নেন। শেষ ওভারে তিনি আউট হলে ১ বল হাতে রেখে জিতে যায় তাঁর দল।

এর আগে টস জিতে ফিল্ডিং নেয়া আয়ারল্যান্ড উড়ন্ত সূচনা করলেও মাঝপথে ছন্দপতনে ১৫৪ রানের বেশি করতে পারেনি।

আইরিশদের পক্ষে গ্যারি উইলসন সর্বোচ্চ ৩৮ এবং পোটারফিল্ড ও স্টারলিং ২৯ রান করে করেছেন।

১৭ বলে ৩২ রানের ম্যাচ জয়ী ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন আমির আলি।

সংক্ষিপ্ত স্কোর:
 
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৫৪/৫ (পোর্টারফিল্ড ২৯, স্টার্লিং ২৯, উইলসন ৩৮, নিয়াল ১৬, কেভিন ১৪, পয়েন্টার ১১*, ম্যাকব্রায়ান ১০*; আনসারি ৩/৩৭, খাওয়ার ১/২০, কালিম ১/২৭)
 
ওমান: ১৯.৪ ওভারে ১৫৭/৮ (মাকসুদ ৩৮, খাওয়ার ৩৪, জাতিন্দর ২৪, আদনান ৪, মেহরান ২, কালিম ০, আমির ৩২, সুলতান ১, লালচেতা ৬*, আনসারি ০*; ম্যাকব্রায়ান ২/১৫, কেভিন ২/২৫, সোরেনসেন ২/২৯, র‍্যাঙ্কিন ১/২৩)

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.