Sylhet Today 24 PRINT

আইসিসিতে চলে শুধু টাকার খেলা: পিটার বোরেন

স্পোর্টস ডেস্ক |  ১২ মার্চ, ২০১৬

এমনিতেই তারা খেলার সুযোগ পান খুবই কম। কিন্তু বৃষ্টির কারণে পাওয়া সীমিত সুযোগও যখন ভেস্তে তখন আবেগে আক্রান্ত না হয়ে উপায় থাকে না আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর।

ওমানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পন্ড হওয়ায় বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে নেদারল্যান্ডসকে। এতেই হতাশা-ক্ষোভ ঝরে পড়ছে নেদারল্যান্ডের অধিনায়ক পিটার বোরেনের কণ্ঠে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে লড়াই করেও বাংলাদেশের বিপক্ষে মাত্র ৮ রানে হেরে যায় তারা। বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ন খেলায় কোন রিজার্ভ ডে রাখার প্রয়োজনই মনে করেনি আইসিসি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বোরেন বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি এখানে আসার জন্য। এটা খুবই নিষ্ঠুরতা আমাদের জন্য, নিষ্ঠুর এই জায়গাটাও। যদি ওই নয়টি রান আমি কোথাও থেকে যোগাড় করতে পারতাম!’

আইসিসির কাছে বেশি ম্যাচেরও আবেদন করেছেন বোরেন। ‘এটা আসলেই আমাদের জন্য যথেষ্ট ক্রিকেট নয়। আমরা যদি পরের রাউন্ডে উঠতাম তাহলে ভালো হতো কিন্তু আমরা উঠতে পারিনি। আরেকটা বিশ্বকাপের জন্য এখন আমাদের চার বছর অপেক্ষা করতে হবে। আমি বুড়ো হয়ে যাচ্ছি কিন্তু দলের কিছু উঠতি তারকা আছে তাদেরতো প্রতিভা বিকাশের সুযোগ থাকতে হবে। আমরা যদি ম্যাচ না খেলতে পারি তাহলে সেটা হবে কিভাবে?’

আইসিসিকে এক হাত নিতেও ভুলেননি বোরেন। তিনি বলেন, ‘আমার মনে হয় না আইসিসিস সহযোগী দেশগুলোর জন্য যথেষ্ট কাজ করছে। আমরা নিজেরা কোন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারি না। সত্যি কথা বলতে, এখানে শুধু টাকার খেলাই চলে। ক্রিকেটের এই জায়গাটাতে শুধুই টাকা। যাদের টাকা বেশি (টেস্ট প্লেইং দেশ) তারাই সবচেয়ে বেশি খেলার সুযোগ পায়। আইসিসির রাজস্ব আয়ের টাকা থেকে সহযোগী দেশগুলোর জন্য খরচ করারও অনুরোধ করছি।’

২০১৫ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বাদ যাওয়ার পর আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডও একই রকম কথা বলেছিলেন। কিন্তু কোন কাজ হয়নি। সেবার আয়ারল্যান্ড শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকেই গ্রুপ পর্বে হারিয়েছিল।

বোরনের দল নেদারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ডকে দুইবার হারিয়েছিল। সুযোগ পেলেই চমকে দেয়ার মত ক্রিকেট খেলে এসব দেশ। কিন্তু আইসিসি ক্রিকেট বিশ্বায়নের দিকে না হেঁটে সংকোচনের পথ বেছে নেয়ায় সহযোগীদের সুযোগ কমে যাচ্ছে। ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন- "ক্রিকেটের বিস্তারের জন্যই এটা খুব খারাপ"। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.