Sylhet Today 24 PRINT

জিম্বাবুয়েকে বিদায় করে সুপার টেনে আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক |  ১২ মার্চ, ২০১৬

যে পিচে শেহজাদ, শেনওয়ারি ও নবীরা চার ছয়ের ফুলজরি তোললেন  সে পিচেই রান তাড়া করে খেই হারালেন মাসাকাদজা-সিবান্দারা। আফগানদের দেয়া ১৮৭ রানের বিশাল টার্গেটের পেছনে ছুটে তাই কোনরকম প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারল না হোয়াইটমোরের শিষ্যরা। ৫৯ রানে হেরে বাছাইপর্বের আদলে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিল টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ে। আর তাদের হারানোর মধ্য দিয়ে আইসিসি সহযোগী সদস্য হয়েও ইনজামামের শিষ্যরা উঠে গেল সুপার টেনে।

শনিবার (১১) বি-গ্রুপের শীর্ষ দুইদল পরের পর্বের উঠার অলিখিত ফাইনালে মুখোমুখি হয়। টস জিতে আফগানিস্তানের অধিনায়ক আজগার স্টেনিকজাই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। উদ্বোধনী জুটিতেই নূর আলীকে সাথে নিয়ে ঝড় তোলেন শেহজাদ। তবে ৪৯ রানে শেহজাদ আউট হবার পরই দ্রুত কয়েকটি উইকেট হারিপে চাপে পড়ে যায় আফগানরা। ৫ম উইকেট জুটিতে মাত্র ৬৯ বলে ৯৮ রান তোলে সেই চাপ উল্টো জিম্বাবুয়াইনদের দিকে ছুঁড়ে দেন মোহাম্মদ নবী ও সামিউল্লাহ শেনওয়ারি। শেনওয়ারি ৩৭ বলে ৪৩ ও নবী ৩২ বলে ৫২ রান করেন।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানের মাতায় ফিরে যান জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। যিনি কিনা এই মুহুর্তে ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে অবস্থান করছিলেন। এরপর নিয়মিত বিরতীতেই উইকেট হারাতে থাকে তারা। ১০০ রান পেরোনোর আগেই আউট হয়ে যান জিম্বাবুয়ের ৮ ব্যাটসম্যান। শেষ ওভারে অলআউট হবার আগে ১২৭ রান করতে পেরেছে আফ্রিকার দেশটি।
সর্বোচ্চ ১৭ রান এসেছে বোলার পানিয়াঙ্গাগার ব্যাট থেকে।

আফগানিস্তানের পক্ষে রশিদ ৩ টি ও হামিদ হাসান ২ উইকেট নেন।

আফগানিস্তান সুপার টেনে ১ নম্বর গ্রুপের দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের সাথে খেলবে। ব্যাটে বলে দাপট দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.