Sylhet Today 24 PRINT

খেলা হলে জিততে হবে, না হলে বাংলাদেশ সুপারটেনে

স্পোর্টস ডেস্ক |  ১৩ মার্চ, ২০১৬

ওমানের বিরুদ্ধে খেলা হলে জিততে হবে, আর খেলা না হলে বাংলাদেশ উঠে যাবে সুপারটেনে। নেট রানরেটের ব্যবধানে সামান্য এগিয়ে থাকার সুবাদে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ।

বাংলাদেশ-ওমান রোববার (১৩ মার্চ) ধর্মশালায় মুখোমুখি হওয়ার আগে দুদলেরই রয়েছে সমান ৩ পয়েন্ট।

ধর্মশালার আকাশ আর আবহাওয়া অফিস পূর্বাভাস দিচ্ছে বৃষ্টিপাতের, সেক্ষেত্রে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। যদি খেলায় হয় তবে খেলায় যে দল জিতবে তারাই চলে যাবে মূলপর্বে। আর না হলে বাংলাদেশ মূলপর্বে।

বাংলাদেশের এখন নেট রান রেট আছে +০.৪০০। আর ওমানের নেট রান রেট +০.২৮৩। তাই বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি না হলেও বাংলাদেশই সুপার টেনে উঠে যাবে।

‘এ’ গ্রুপ থেকে সুপার টেনে ওঠার জন্য মূল প্রতিদ্বন্দ্বী এখন বাংলাদেশ ও ওমান। দুই দলই একটি করে ম্যাচে জয়লাভ করেছে। আর বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে। ওমান এবং বাংলাদেশের পয়েন্ট এখন ৩ করে। তবে নেট রান রেটে এগিয়ে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.