Sylhet Today 24 PRINT

ভারতের কাছে ৭২ রানে হারল মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক |  ১৫ মার্চ, ২০১৬

ছেলেদের ক্রিকেটে ভারত-বাংলাদেশ এখন প্রায় সমশক্তি। কিন্তু মেয়েদের ক্রিকেটে যে এখনো বিস্তর ফারাক রয়ে গেছে প্রতিবেশিদের সাথে তাই যেন আরেকবার টের পাওয়া গেল।

মেয়েদের বিশ্ব টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯১ রানে গুটিয়ে গিয়ে ভারতের মেয়েদের কাছে ৭২ রান হারল বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার (১৫ মার্চ) টস জিতে বোলিং নিয়েও তেমন সুবিধা করতে পারেননি জাহানারা।  ভারতীয় মেয়েরা আক্রমণাত্মক ব্যাটিং করে ৫ উইকেটে ১৬৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় যা টপকানোর ধারে কাছেও যেতে পারেননি আয়েশা-শারমিনরা।
৯১ রানে অলআউট হওয়া বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেছেন নিগার সুলতানা।

অধিনায়ক মিতালি রাজের ৪২, হেরমেনপ্রিত কাউরের ২৯ বলে ৪০ ও ভেদু কৃষ্ণমৃর্তির ২৪ বলে ৩৬ রানের কল্যানে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে ফাহিমা ও রুমানা ২টি করে উইকেট পেয়েছেন এছাড়া বাঁহাতি স্পিনার নাহিদা নেন ১ উইকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.