Sylhet Today 24 PRINT

বাঙালি হিসেবে আশা করতে পারি, কলকাতার সবাই সমর্থন করবে: মাশরাফি

স্পোর্টস ডেস্ক |  ১৬ মার্চ, ২০১৬

ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে  টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের ম্যাচে কলকাতাবাসীর সমর্থন প্রত্যাশা করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা।
একই ভাষাভাষি হবার কারণে কলকাতার বেশিরভাগ মানুষের সমর্থন বাংলাদেশই পাবে বলে আশা তাঁর।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, "অবশ্যই আমরা আশা করছি, এখানকার মানুষ আমাদের সমর্থন করবে। এটা নির্ভর করবে আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের উপরই। তবে একজন বাঙালি হিসেবে আশা করতে পারি, কলকাতার সবাই আমাদের সমর্থন করবে।"

ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত মাঠগুলোর একটিতে বাংলাদেশ এর আগে আর একবার খেলার সুযোগ পেয়েছিল। সেটা এই দলের অনেক ক্রিকেটারের জন্মেরও আগে। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর পর আর কখনই বিখ্যাত এ মাঠে নামা হয়নি টাইগারদের।

এ প্রসঙ্গে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “আমি মনে করি, আমরা ইডেন গার্ডেন্সে খেলার ভালো একটি সুযোগ পেয়েছি। আমাদের খেলোয়াড়রা সবাই উত্তেজিত।”

মাশরাফি আশা করেন ইডেন গার্ডেন্সের ম্যাচটি ঠিকই তারা স্মরণীয় করতে রাখতে পারবেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.