Sylhet Today 24 PRINT

টানা খেলা ও ভ্রমণের ক্লান্তিতেই হার: আকরাম

স্পোর্টস ডেস্ক |  ১৭ মার্চ, ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে ৫৫ রানে পাকিস্তানের সাথে হেরে যাওয়ার ব্যাখা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আগে অন্যান্য দল অবসর পেলেও বাংলাদেশ তা পায়নি। এর বাইরে দলের মূল বোলিং শক্তি মুস্তাফিজের অনুপস্থিতিকেও এমন হারে অবদান রেখেছে।’

তবে আশা প্রকাশ করে জাতীয় দলের সাবেক এ  খেলোয়াড় বলেছেন, ‘আগামী ম্যাচেই মুস্তাফিজকে পাওয়া যাবে।’


কোলকাতার ইডেন গার্ডেনে বুধবারের হার তিনি বলেন, ‘এশিয়া কাপের পর থেকেই আমরা একটানা ক্রিকেটের ওপরেই আছি। অন্যান্য দল যেখানে টি-২০ বিশ্বকাপের আগে ১০ থেকে ১২ দিন বিশ্রাম পেয়েছে। কিন্তু আমরা একটি দিনও বিশ্রাম পাইনি।’

দলে মুস্তাফিজের গুরুত্ব বলতে গিয়ে আকরাম বলেন, মুস্তাফিজকে আমাদের খুবই দরকার। কোচ এবং ফিজিও এর সাথে কথা বলেছি। পরের ম্যাচেই হয়তো মুস্তাফিজ খেলতে পারবে।’

বৃহস্পতিবার সকালে কলকাতায় টিম হোটেলের নিচেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, টি-২০তে এরকম একটি দিন আসতেই পারে। এটা খুবই স্বাভাবিক। পরের ম্যাচে জয়ের ধারায় ফেরার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।


সূত্র: চ্যানেলআই অনলাইন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.