Sylhet Today 24 PRINT

‘তাসকিনের প্রতি অবিচার হয়েছে’, কাঁদলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক |  ২০ মার্চ, ২০১৬

অ‌‌‌বৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ বাংলাদেশের পেস সেনশেশন তাসকিন আহমেদের জন্য পেশাদারিত্ব ভুলে গিয়ে সংবাদ সম্মেলনে আবেগ আক্রান্ত হয়ে  হয়ে পড়লেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা। এমনিতে শক্ত মানসিকতার মাশরাফিও আবেগআপ্লুত হয়ে কেঁদে ফেলেন। কোনও কোনও ক্রীড়া সাংবাদিকও তাদের কান্না চেপে রাখতে পারেননি।

তাসকিনের বোলিং অবৈধ ঘোষণা কোনভাবেই মানতে না পারার কথা অকপটে জানিয়ে টাইগার অধিনায়ক বলেছেন, "'পরীক্ষার মাধ্যমে তার অ্যাকশনে এমন অবৈধ কিছু পাওয়া যায়নি। তারপরও তাকে নিষিদ্ধ করা হয়েছে। ব্যক্তিগত ভাবে মনে করি তার প্রতি অবিচার হয়েছে।'"

রোববার (২০ মার্চ) বেঙ্গালুরুতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন জুড়েই মূল আলোচনায় ছিলেন নিষিদ্ধ হওয়া দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি।

মাশরাফি বলেছেন, এই দুজনের সাসপেনশন অনেক বড় আঘাত বলে উল্লেখ করেন মাশরফি। তবে অফিসিয়ালি এই আঘাত সইতেও হচ্ছে বলে স্বীকার করেন অধিনায়ক।  মাশরাফি বলেন, 'আমরা বিষয়টি পর্যালোচনা করছি। বিসিবিকে সবকিছু জানানো হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ নেবে। বিসিবি আইসিসি'র সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে। আমরা আশা করছি তাসকিনের সঙ্গে নায্য বিচার করবে আইসিসি।'  

আইসিসির প্রতি আস্থা রেখে তিনি বলেন, 'আমরা আগেও দেখেছি আইসিসি তরুণদের সমর্থন করেছে। আশা করছি তারা তাসকিনের পাশেও থাকবে।'

আগামীকাল (২১ মার্চ) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের মনোবল কেমন জানতে চাইলে মাশরাফি বলেন, 'দলের মনোবল ভালো নয়। তাসকিন ‌‌‌আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, সে নিষিদ্ধ হওয়ায় দলের মনোবল ঠিক থাকবে না এটাই স্বাভাবিক। তবে অসিদের বিপক্ষে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।'

তাসকিন না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মুস্তাফিজুর রহমান খেলছেন বলে জানিয়েছেন মাশরাফি। মুস্তাফিজকে নিয়ে করা ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে  তিনি বলেন, ‘এই ম্যাচে মুস্তাফিজকে খেলাতেই হচ্ছে।'

এই ম্যাচে পুরো গেমপ্ল্যানও পরিবর্তন করতে হচ্ছে বলে জানিয়েছেন মাশরাফি।

এই কঠিন সময়ে বাংলাদেশের আত্মবিশ্বাস কতটুকু? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ওরা (তাসকিন-সানি) থাকলেও জয় কঠিন ছিল। আঘাতটা এমন সময় এসেছে, সবকিছু আরো কঠিন হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.