Sylhet Today 24 PRINT

তাসকিনের ব্যাপারে আইসিসিতে শুনানি আজকালের মধ্যে: বিসিবি সিইও

স্পোর্টস ডেস্ক |  ২২ মার্চ, ২০১৬

বাংলাদেশের অন্যতম সেরা পেসার তাসকিনের আহমেদের বোলিং নিষিদ্ধের আদেশের পুনর্বিবেচনার আবেদন শুনানি আজ-কালের মধ্যেই হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র প্রধান নির্বাহি কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে তিনি সাংবাদিকদের জানান, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আবেদন পাঠানো হয়েছে। আশা করি আজকালের মধ্যেই শুনানি হবে।

আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন-সংক্রান্ত নীতিমালার ২.৩.১ ধারা অনুযায়ী করা হয়েছে এই আবেদন।

এই প্রক্রিয়ার প্রথম ধাপ শুনানি। তাসকিনের হয়ে বিসিবির আইনজীবীদের সঙ্গে শুনানিতে অংশ নিতে পারবেন জাতীয় দলের কোচ-বোলিং কোচও। ওদিকে থাকবেন আইসিসির আইনজীবীরা।

শুনানির জন্য সবাইকে সশরীরে কোথাও উপস্থিত হতে হবে, এমন কোনো কথা নেই। এটা টেলিকনফারেন্সেও হতে পারে।

তবে শুনানি শেষ হতে কয়টি টেলিকনফারেন্স লাগবে বা কত দিন লাগবে, তা বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাও নিশ্চিত করে বলতে পারছেন না, ‘শুনানিতে সব বিষয়েই আমাদের কিছু বলার থাকবে, তাদেরও হয়তো কিছু বলার থাকবে।

দুই পক্ষের যুক্তিতর্ক হবে। এসবের ফলাফলের ওপর নির্ভর করবে কত তাড়াতাড়ি জিনিসটা শেষ হয় এবং সেটার ওপর নির্ভর করবে তাসকিন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলতে পারবে কি না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.