Sylhet Today 24 PRINT

ব্যালকনিতে বসে রাতভর কেঁদেছেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৬

কী অসম্ভব লড়াই-ই না করল বাংলাদেশ। দাঁতে দাঁত চেপে, কোমর কষে লড়াই যাকে বলে। তার ফল কী দাঁড়াল?

তিন বলে দুই রান করতে হতো। তিন বলে তিন উইকেট হারিয়ে দিনশেষে এক রানে হার। মাশরাফি এজন্য দুষলেন ভাগ্যকে। আর শেষ রক্ষা করতে না পারায় বিষণ্ণতায় ডুব দিল বাংলাদেশ দল।

গত পরশু রাতে অমন অভাবনীয় হারের পর সবচেয়ে বেশি হতাশ মাহমুদুল্লাহ। অনেক রাত পর্যন্ত হোটেলের ব্যালকনিতে বসে কেঁদেছেন। নিজের ওই শট নিয়ে ভীষণ হতাশ তিনি। প্রায় রাত তিনটা পর্যন্ত বাংলাদেশের খেলোয়াড়রা ব্যালকনিতে বসেছিলেন। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সান্ত্বনায় হোটেল রুমে ফিরে যান তারা।

মাশরাফিরা খুব করে চাইছিলেন বাঙ্গালোরে ভারতকে হারিয়ে ২৪ মার্চ সাকিবের জন্মদিনে সবাই মিলে জম্পেশ পার্টি করবেন। সেটা আর হল না। ভারতের মাটিতে ভারতকে হারালে আত্মবিশ্বাসের চারা বৃক্ষে পরিণত হতো।

এদিকে বাংলাদেশ-ভারত ম্যাচের দিন বিসিবি সভাপতি বাঙ্গালোরে ঘোষণা করেছিলেন, জিতলে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকুর ও মাহমুদুল্লাহ- এই পাঁচ সিনিয়র ক্রিকেটারকে একটি করে ফ্ল্যাট দেয়া হবে।

এই ঘোষণায় খুশির হাওয়া বইছিল দলের অন্দরমহলে। মাশরাফিরা আত্মবিশ্বাসী ছিলেন জয়ের ব্যাপারে, কিন্তু শেষ বলে আনন্দ উধাও। বেদনার চাদরে ঢেকে গেল সব হাসি। সূত্র: আনন্দবাজার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.