Sylhet Today 24 PRINT

মুস্তাফিজ ম্যাজিকে কিউইদের ১৪৫ রানে বেঁধে রাখল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |  ২৬ মার্চ, ২০১৬

কলকাতার ইডেন গার্ডেন্সের ব্যাটিং নির্ভর পিচে দারুণ ফর্মে থাকা নিউজিল্যান্ডলে ১৪৫ রানে বেঁধে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। মাত্র ২২ রানে ৫ উইকেট নিয়ে মুস্তাফিজুর রহমানই ধসিয়ে দিয়েছেন কিউইদের ইনিংস। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে এখন পর্যন্তই এটিই সেরা বোলিং ফিগার।

টস জিতে ব্যাটিং নিয়ে শুরুতেই আক্রমণ করে ব্যাট করতে থাকেন কেইন উইলিয়ামসন। তবে মুস্তাফিজ বোলিংয়ে এসেই নিকলোস ও উইলিয়ামসনকে ফেরালে খেলায়ও ফিরে আসে বাংলাদেশ। সাকিব কলিন মনরোকে ৮ রানের মাথায় পরিষ্কার লেগ বিফোরের ফাঁদে ফেললেও আম্পায়ার নিরাশ করেন বাংলাদেশ। টিভি রিপ্লেতে দেখা যায় আউট ছিলেন মনরো। সেই মনরোই ৩৫ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডের ইনিংস টেনে নেন।

এছাড়া রস টেইলস করেন ২৪ রান। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসেও উইকেট পান মুস্তাফিজ। শেষ ওভারে টানা দুই উইকেট তোলে নিয়ে হ্যাট্টিকের সম্ভবনা জাগিয়েছিলেন এই পেসার।

শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেতে হলে বাংলাদেশকে করতে হবে ১৪৬ রান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.