Sylhet Today 24 PRINT

মুশফিকের ইনজুরিতে চিন্তিত বিসিবি

তারকাদের চোট নিয়ে চিন্তায় পড়েছে বিসিবি।

নিউজ ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৫

তারকাদের চোট নিয়ে চিন্তায় পড়েছে বিসিবি। হাঁটুর চোটাক্রান্ত তামিম ইকবালের অস্ত্রোপচার হয়েছে।
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মাঠে নামার আগে বৃহস্পতিবার মিরপুরে দলের অনুশীলনের সময় হঠাত চোট পান মুশফিকুর রহিম। বিসিবি একাডেমি মাঠে প্রাইম দোলেশ্বরের হয়ে অনুশীলন করছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে ধাক্কা খেয়ে কাঁধে চোট পান মুশফিক।
বিসিবির চিকিতসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুশফিকের চোটটা গুরুতর নয়। আগে থেকেই মুশফিকের কাঁধের সমস্যা ছিল। ডাইভ দিতে গিয়ে মাঝে মধ্যে কাঁধের জোড়টা নড়ে যায়। তবে সন্ধিচ্যুত হয়নি। তেমনি আজও জোড়টা নড়ে গেছে। আগামীকাল শনিবার মুশফিকের একটা স্ক্যান করাব। তারপর বোঝা যাবে চোট কতটা গুরুতর।
এছাড়া বিশ্বকাপ নিয়ে জানতে চাইলে দেবাশীষ বলেন, ‘মুশফিকের চোট নিয়ে চিন্তার কিছু নেই। চোটটা অতটা গুরুতর নয়। হয়তো সেরে উঠতে সপ্তাহ খানেক সময় লাগতে পারে।’
তবে চোটের কারণে প্রিমিয়ার লিগে কাল শুক্রবার খেলতে পারবেন না প্রাইম দোলেশ্বর অধিনায়ক মুশফিক।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.