Sylhet Today 24 PRINT

ছক্কায় শুরু ছক্কায় শেষ

স্পোর্টস ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৬

এমনটি অন্য কোন বিশ্বকাপে হয়েছে কি না, তা নিয়ে বিস্তর সংশয় থাকতেই পারে। তবে ষষ্ঠ টি২০ বিশ্বকাপে তাই ঘটল। যা রীতিমতো বিস্ময়করই। ছক্কা দিয়ে বিশ্বকাপ শুরু, শেষটাও ছক্কা দিয়ে। মার্টিন গাপটিল ও কার্লোস ব্রাফেট যেন একই সূত্রে গাঁথা। ছয়ে ছয়ে পর্দা নামল টি২০ বিশ্বকাপের। চার বছর পর ২০২০ সালে অস্ট্রেলিয়ায় বসবে টি২০ বিশ্বকাপের সপ্তম আসর।

টি২০ বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরু হয়েছিল গত ১৫ মার্চ। নাগপুরে যে ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। অশ্বিনের করা ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। যদিও দ্বিতীয় বলেই আউট হয়েছিল গাপটিল। কিন্তু নিউজিল্যান্ড ম্যাচ জিতেছিল দাপট দেখিয়ে।

তিন এপ্রিল রোববার কলকাতার ইডেন গার্ডেনে ফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। রুদ্ধশ্বাস ম্যাচে ৪ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। শেষটা করেছেন কার্লোস ব্রাফেট স্টোকসের বলে ছক্কা হাঁকিয়ে। ৬ বলে দরকার ছিল ১৯ রান, টানা চার বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন ব্রাফেট।

সত্যিই, দারুণ। ছক্কায় বিশ্বকাপ শুরু, ছক্কায় বিশ্বকাপ শেষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.