Sylhet Today 24 PRINT

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার বিদায়

স্পোর্টস ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০১৬

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের আগেই বিদায় নিলো মেসি-নেইমার-সুয়ারেসের বার্সেলোনা। গতবারের চ্যাম্পিয়ন বার্সাকে হারিয়ে সেমিতে ওঠেছে আতলেতিকো মাদ্রিদ।

কাম্প নউতে বার্সেলোনা জিতেছিল ২-১ গোলে। নিজেদের মাঠে অঁতোয়ান গ্রিজমানের দুই অর্ধের দুই গোলে ২-০ ব্যবধানে জিতল দিয়েগো সিমেওনের দল।

বুধবার রাতে প্রথমার্ধের বলের দখলের লড়াইয়ে বার্সা এগিয়ে থাকলেও আতলেতিকো আক্রমণে ওঠেছে বেশি। তবে প্রথম আধ ঘণ্টায় গোলের খুব ভালো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

সপ্তম মিনিটে ক্রস থেকে হেড করেছিলেন আতলেতিকোর অঁতোয়ান গ্রিজমান। কিন্তু বল ঠেকাতে সমস্যা হয়নি গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের।

৩৩তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক পেয়ে ক্রসবারের উপর দিয়ে মারেন গত চার ম্যাচে গোলের দেখা না পাওয়া মেসি।

তিন মিনিটে পরই প্রয়োজনীয় গোলটি পেয়ে যায় আতলেতিকো। সাউল নিগেসের দারুণ ক্রসে বিনা বাধায় লাফিয়ে হেডে গোল করেন গ্রিজমান।

৪১তম মিনিটে নেইমার দূর থেকে শট নিয়েছিলেন; তবে ডান দিকের উপরের কোণায় মারা বল ধরে ফেলেন গোলরক্ষক ওবলাক। প্রথমার্ধের শেষ দিকে কারাসকো অনেক দূর বল পায়ে নিয়ে এসে জোরালো শট নিয়েছিলেন। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে তা ঠেকান টের স্টেগেন।

দ্বিতীয়ার্ধে মরিয়া বার্সেলোনাকে ঠেকাতে পুরোপুরি রক্ষণাত্মক হয়ে যায় স্বাগতিকরা। বার্সেলোনা এই সুযোগে একের পর এক আক্রমণ চালালেও মেসি-নেইমার-সুয়ারেসের ব্যর্থতায় গোল পায়নি।

৬১তম মিনিটে পাল্টা আক্রমণে বল নিয়ে উঠে এসে শট নিয়েছিলেন গ্রিজমান; ঠেকাতে কোনো সমস্যা হয়নি টের স্টেগেনের। ৬৬তম মিনিটে ইনিয়েস্তার বাড়ানো বল ধরে সুয়ারেসের জোরাল শট ঠেকিয়ে দেন ওবলাক।

ম্যাচের শেষ দিকে ফেলিপে লুইসের পাস ঠেকাতে গিয়ে ডি-বক্সে বলে হাত লাগিয়ে দেন ইনিয়েস্তা। পেনাল্টি থেকে গোল করে সমর্থকদের আবারও গোল করেন গ্রিজমান। এ মৌসুমে ফরাসি ফরোয়ার্ডের গোল হলো ২৯ টি।

এ ম্যাচের মাধ্যমে টানা পাঁচ ম্যাচ গোলশূন্য থাকলেন মেসি। সেই সঙ্গে শেষ হলো টানা দ্বিতীয়বার বার্সেলোনার ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন।

নয় মৌসুমের মধ্যে এ নিয়ে মাত্র দুইবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠতে পারল না বার্সেলোনা। দুইবারই কোয়ার্টার-ফাইনালে তাদের বিদায় করল দিয়েগো সিমেওনের আতলেতিকো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.