Sylhet Today 24 PRINT

শিরোপায় এক হাত প্রাইম ব্যাংকের

নিউজ ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৫

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শিরোপার খুব কাছাকাছি অবস্থান করছে মাহমুদুল্লাহ রিয়াদের প্রাইম ব্যাংক। লিগে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মুশফিকুর রহিমের প্রাইম দোশ্বের।

অর্থাৎ লিগের শিরোপা এখন এই দুই দলের মধ্যেই নির্ধারিত হবে। আগের ম্যাচেই ২২ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকা প্রাইম ব্যাংক শুক্রবার বিকেএসপির মাঠে ঢাকা মোহামেডানকে ২০ রানে হারিয়ে আরও এগিয়ে গেলো।

বিকেএসপির তিন নাম্বার গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। এদিন দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন অলরাউন্ডার ফরহাদ রেজা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শিরোপা প্রত্যাশিরা। ওপেনার সৌম্য সরকার ৩০ রান করে মাশরাফির বলে মিথুনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। দলটির ওপর ওপেনার সৈকত আলী শুন্য রানেই রাহাতুল ফেরদাউসের বলে আউট হন।

এছাড়া অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১৮ রানে নাঈম ইসলামের বলে সরাসরি বোল্ড, নুরুল হাসান ৩২ রানে অমিত কুমারের বলে ক্যাচ এবং ফরহাদ রেজা ৭৬ রান করে মাশরাফির বলে নাঈম ইসলামের হাতে ক্যাচ আউট হন। জাতীয় দল ও মোহামেডানের অধিনায়ক মাশরাফি ৪০ রান দিয়ে একাই চারটি উইকেট শিকার করেন। এছাড়া আমিত কুমার নেন দুটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২১০ রানে থেমে যায় মাশরাফির ঢাকা মোহামেডান। দলের স্বীকৃত ব্যাটসম্যানরা ব্যর্থ হলে নিজেই ব্যাট হাতে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন মাশরাফি। দলের পক্ষে তিনি করেন সর্বোচ্চ ৬২ রান।

এছাড়া আরিফুল হক সর্বোচ্চ ৬০ রান করেন। লিগে শিরোপা হাত ছাড়া করা দলটির প্রথম সারির ছয়জন ব্যাটসম্যানই ব্যর্থতার পরিচয় দেন। ৯১ রানে ৬ উইকেট হারানো দলটির সামনে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন মাশরাফি ও আরিফুল হক জুটি। ১১০ রানের জুটি গড়ে তারা দু’জন আউট হলেই শেষ হয়ে যায় মোহামেডানের জয়ের সম্ভাবনা। এরপর হার মেনেই মাঠ ছাড়ে মাশরাফিরা।

বল হাতে প্রাইম ব্যাংকের পক্ষে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তিনটি উইকেট নেন। এছাড়া এনামুল হক জুনিয়ার, শুভাগত হোম ও ফরহাদ রেজা দুটি করে উইকেট নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.