Sylhet Today 24 PRINT

কে জিতবেন আজ?

স্পোর্টস ডেস্ক |  ২৮ মে, ২০১৬

একজন ছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার, অন্যজন অ্যাটাকিং মিডফিল্ডার। একজন শ্রমিক হলে অন্যজন শিল্পী; ডিয়েগো সিমিওনে ও জিনেদিন জিদানের মধ্যে এটাই বড় অমিল হলেও মিল অনেক। দুজনেই স্বভাবসুলভ নেতা, কৌশলী, বুদ্ধিমান ও অভিজ্ঞ। ক্লাবের জার্সি গায়ে দুজনেই পাঁচশ'র বেশি ম্যাচ খেলেছেন, জাতীয় দলে একশ'র বেশি। এমন দুই যুযুধান যখন একই শহরের দুটি দলের কোচের চেয়ারে, যারা কিনা ফাইনাল খেলছে চ্যাম্পিয়নস লিগের তখন বিস্ফোরণ আসন্ন।

খেলোয়াড় হিসেবে সম্ভাব্য সব কিছু জিতেছেন জিদান। ২০০২ সালে ফাইনালে তাঁর দর্শনীয় গোলেই চ্যাম্পিয়নস লিগ জেতে রিয়াল। ২০১৪ সালে ‘দেসিমা’ জয়ের সময় ছিলেন কার্লো আনচেলত্তির সহকারী কোচ। এবার জিদানের সামনে প্রধান কোচ হিসেবে আবার ওই ট্রফি স্পর্শের উপলক্ষ। সিমিওনে খেলোয়াড় হিসেবে কখনো জিততে পারেননি চ্যাম্পিয়নস লিগ। কোচ হিসেবে বছর দুয়েক আগে সেই অর্জনের আনন্দে ভাসা হয়নি অল্পের জন্য। প্রথমবারের মতো মহাদেশসেরা হওয়ার আরেকটি সুযোগ আজ এই আর্জেন্টাইনের সামনে।

তবে ২০১৪ সালের লিসবনের প্রতিশোধ হবে এবারের মিলানে, এমনটা বলে চাপ বাড়াতে চাইছেন না সিমিওনে। বরং এই ফাইনালকে দেখছেন অ্যাতলেতিকোর প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের আরেকটা সুযোগ হিসেবে, ‘আমি ক্লাবের ১১৩ বছরের ইতিহাসের ভার পিঠে নিয়ে আছি, তবে এটা আমার ভালো লাগছে। এই চাপটা আমার ভালো লাগছে, এখান থেকে শুধু জয়ই আমাকে তৃপ্তি দিতে পারে।’

সংবাদ সম্মেলনে রসিকতা করলেও চাপের কথাটা মানছেন জিদানও,  বলছেন, ‘চাপ আছে মানছি, তবে এটা আমার ভালো লাগে। তবে আমার রাস্তা হচ্ছে ধৈর্য, স্থিরতা আর একাগ্রতা। আমরা ফাইনাল খেলতে যাচ্ছি। যারাই ফুটবল খেলেছে, তারাই এরকম একটা ফাইনালের অংশ হয়ে বাঁচতে চেয়েছে।’ খেলোয়াড়ি জীবনে সিমিওনের চেয়ে অনেক বেশি শিরোপা জিতলেও কোচ হিসেবে তাঁকেই এগিয়ে রাখছেন জিদান ‘ওর সব কিছু আছে। আর আমার আছে শেখার প্রচণ্ড ইচ্ছা।’ দায়িত্ব নেওয়ার অল্প কদিনেই রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিয়ে আসা, লা লিগার শিরোপা রেসে ফিরিয়ে আনা...এত কিছুর পেছনে জিদানের কৌশলের চেয়ে কাজ দিয়েছে ব্যক্তিত্বই। উল্টোদিকে সিমিওনে দুর্দান্ত কৌশলী, একাগ্র এবং পরিশ্রমী। মিলানের মাঠে তাঁদের একজন জিতবেন, অন্যজন হারবেন।


শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় মিলানের সান সিরোয় শুরু হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণী ম্যাচটি। সূত্র- উয়েফা ডটকম, গার্ডিয়ান

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.