Sylhet Today 24 PRINT

রিয়াদের টানা দ্বিতীয় শতকে লড়াকু সংগ্রহ

রিয়াদ যেন ক্লাসিক্যাল ব্যাটিং এর পসরা সাজিয়ে বসেছিলেন সেডেন পার্কে ।

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ১৩ মার্চ, ২০১৫

রিয়াদ যেন ক্লাসিক্যাল ব্যাটিং এর পসরা সাজিয়ে বসেছিলেন সেডেন পার্কে । তাঁর দারুণ সেঞ্চুরীতে ২৮৮ রানের লড়াকু পূজি পায় বাংলাদেশ । রিয়াদ ছাড়াও সৌম্য সরকার করেছেন ৫১ ,আর সাব্বির রহমান করেছেন ২৩ বলে ৪০।

বিশ্বকাপে আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের কোন সেঞ্চুরিই ছিলো না। এমনকি মাহমুদুল্লাহরও না আগে। এবার শুধু সেঞ্চুরিই নয়, টানা দুটি সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে রেকর্ড গড়ে ফেললেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ওয়ানডেতে টানা দুটি সেঞ্চুরির রেকর্ড অবশ্য রয়েছে এর আগে। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুটি সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফিস।

ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই হয়েছিলেন মহানায়ক। ওইদিনই প্রথমবারেরমত বিশ^কাপে বাংলাদেশকে সেঞ্চুরি উপহার দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইংলান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ওই জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। হ্যামিলটনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে যখন ২৭ রানে ২ উইকেট পড়ে গেল, তখন জ্বলে উঠল মাহমুদুল্লাহর ব্যাট। টানা দ্বিতীয়বারেরমত উপহার দিলেন সেঞ্চুরি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.