Sylhet Today 24 PRINT

সেরা পাঁচে মাহমুদুল্লাহ

ইংল্যান্ড ও নিউজিল্যান্ড । দুই ল্যান্ডের বিপক্ষে টানা দুই শতক হাকিয়ে এবারের বিশ্বকাপের সেরা রান সংগ্রহকারীর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন মাহমুদুল্লাহ। রিয়াদ পাঁচ ইনিংসে ৮৬ গড়ে মোট ৩৪৪ রান করেছেন ডান-হাতি এই ব্যাটসম্যান।

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ১৩ মার্চ, ২০১৫

ইংল্যান্ড ও নিউজিল্যান্ড । দুই ল্যান্ডের বিপক্ষে টানা দুই শতক হাকিয়ে  এবারের বিশ্বকাপের সেরা রান সংগ্রহকারীর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন মাহমুদুল্লাহ। রিয়াদ পাঁচ ইনিংসে ৮৬ গড়ে মোট ৩৪৪ রান করেছেন ডান-হাতি এই ব্যাটসম্যান।
বিশ্বকাপের একাদশ আসরে দুটি শতক ছাড়াও একটি অর্ধশতকের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ।

আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২৩ রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ রান করেন মাহমুদুল্লাহ। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। এরপরই মিডলঅর্ডার এই ব্যাটসম্যানের দুর্দান্ত পথচলার শুরু।

নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জেতা ম্যাচে ৬২ বলে ৬২ রান করেন মাহমুদুল্লাহ। আর ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার ম্যাচে দেশের হয়ে বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে শতক হাঁকান তিনি; করেন ১৩৮ বলে ১০৩ রান।

ইংলিশদের হারিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠে বাংলাদেশ।

আর এবার টুর্নামেন্টের সহ-আয়োজক নিউ জিল্যান্ডের বিপক্ষে ১২৩ বলে অপরাজিত ১২৮ রান করে সেরা ব্যাটসম্যানদের তালিকায় উপরের সারিতে উঠে এলেন মাহমুদুল্লাহ।

৬ ইনিংসে ৪টি শতকের সাহায্যে ৪৯৬ রান করে এই তালিকার শীর্ষে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের রান ৪১৭। আর ৩৯৫ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার আরেক ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.