Sylhet Today 24 PRINT

চিলিকে হারিয়ে শুভসূচনা ‘মেসিবিহীন’ আর্জেন্টিনার

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৭ জুন, ২০১৬

দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির অনুপস্থিতি বুঝতে দিলেন না আনহেল দি মারিয়া আর এভার বানেগা। এই দুই জনের দারুণ দুটি গোলে চিলিকে হারিয়ে কোপা আমেরিকায় দুর্দান্ত শুরু করেছে আর্জেন্টিনা।

বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের শক্তিমত্তা জানিয়ে রাখলো ২৩ বছর ধরে অপেক্ষায় থাকা আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল আটটায় শুরু হওয়ার ম্যাচের শুরুর একাদশে চোট থেকে মাত্রই সেরে ওঠা বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসি রাখার ঝুঁকি নেননি কোচ জেরার্দো মার্তিন। সাইড বেঞ্চে বসে দলের প্রথমার্ধের খেলা দেখে খানিকটা হতাশ হতেই পারেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলায় শেষ পর্যন্ত সহজ জয়ই উপহার দেয় তার সতীর্থরা।

ভাগ্য পাশে থাকলে যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্ল্যারায় ম্যাচের দ্বিতীয় মিনিটেই অবশ্য এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। মেসির বদলে খেলতে নামা নিকোলাস গাইতানের হেডে বল গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোকে ফাঁকি দিলেও ফিরে ক্রসবার কাঁপিয়ে।

২৩তম মিনিটে দি মারিয়ার কর্নার থেকে রোহোর হেড লক্ষ্যে থাকেনি।

আধ ঘণ্টার মাথায় প্রথমার্ধে নিজেদের সবচেয়ে ভালো সুযোগটা পায় চিলি। ডি-বক্সের বাইরে থেকে আলেক্সিস সানচেসের জোরালো শট নিচু হয়ে এক হাতে ঠেকান গোলরক্ষক সের্হিও রোমেরো।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। বানেগার বাড়ানো বল ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে পরক্ষণেই বাঁ পায়ের শটে নাভাসকে পরাস্ত করেন পিএসজির তারকা মিডফিল্ডার দি মারিয়া।

৫৯তম মিনিটে প্রায় একই রকম আরেকটি গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এবার ভূমিকা বদল দি মারিয়া আর বানেগার। ডি-বক্সে দি মারিয়ার বাড়ানো বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে জালে জড়ান বানেগা। ডিফেন্ডার মাউরিসিও ইসলার পা লেগে বল খানিকটা দিক পাল্টানোয় ধোঁকা খেয়েছিলেন নাভাস।

৬৬তম মিনিটে ডি-বক্সের ডান দিক থেকে হিগুয়াইনের মাটি কামড়ানো শট পা বাড়িয়ে ঠেকান নাভাস। ৮৬তম মিনিট রোহোর হেড আবারও পোস্টের বাইরে দিয়ে যায়।

যোগ করা সময়েরও একেবারে শেষ মুহূর্তে সান্ত্বনার গোলটি পায় চিলি। ফ্রি-কিক থেকে হেডে ব্যবধান কমান হোসে পেদ্রো ফুয়েনসালিদা। এর পরপরই বাজে খেলা শেষের বাঁশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.