Sylhet Today 24 PRINT

প্যারাগুয়েকে হারিয়ে সবার আগে কোপার কোয়ার্টারে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক |  ০৮ জুন, ২০১৬

এক ম্যাচ হাতে রেখেই সবার আগে  কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া।

বুধবার (৮ জুন) ক্যালিফোর্নিয়ার পাসাডেনার রোস বোল স্টেডিয়ামে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পা রাখে ২০০১ আসরের চ্যাম্পিয়নরা।


উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবেই কোপা মিশন শুরু করে জেমস রদ্রিগেজের কলম্বিয়া। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতলেই কোয়ার্টার নিশ্চিত এমন সমীকরণ সামনে রেখেই মাঠে নামে তারা।

শেষ আটে উঠার ম্যাচে খেলা শুরুর ১২ মিনিটেই লিড নেয় কলম্বিয়া। রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগেজের পাসে প্যারাগুয়ের জালে বল জড়ান স্ট্রাইকার কার্লোস বাক্কা। ৩০ মিনিটে অধিনায়ক নিজেই গোলের খাতায় নাম লেখান। একই সঙ্গে দলকে কোয়ার্টারের পথে নিয়ে যান রদ্রিগেজ।

দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে প্যারাগুয়েকে ম্যাচে ফেরান মিডফিল্ডার ভিক্টর আয়ালা। কিন্তু এর দশ মিনিট পরেই অস্কার রোমেরোর লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় প্যারাগুইয়ানরা। শেষ পর্যন্ত তাদের আর সমতায় ফেরা হয়নি। রেফারি শেষ বাঁশি বাজাতেই যেন উৎসবে মাতেন হোসে পেকারম্যানের শিষ্যরা।

আগামী রোবার (১২ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে কলম্বিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.