Sylhet Today 24 PRINT

২০১৯ কোপা আমেরিকা ব্রাজিলে

স্পোর্টস ডেস্ক |  ০৮ জুন, ২০১৬

আগে থেকেই জানা ছিল যে ২০১৯ সালে কোপা আমেরিকার আয়োজন করবে ব্রাজিল। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। অবশেষে কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডোমিনগুয়েজ জানিয়েছেন যে ২০১৯ সালে কোপা আমেরিকার আয়োজন করবে ব্রাজিল।

দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ ব্রাজিল ২০১৪ বিশ্বকাপ আয়োজন করেছিল। ২০১৯ সালে কোপা আমেরিকা তাদের আয়োজন করার কথা ছিল। কিন্তু মঙ্গলবারের আগ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

২০১৫ সালের কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব ছিল ব্রাজিলের। কিন্তু ২০১৩ সালে কনফেডারেশন কাপ, ২০১৪ সালে বিশ্বকাপ ও ২০১৬ সালে অলিম্পিক গেমস আয়োজনের জন্য কোপা আমেরিকা পরে আয়োজন করতে চায় তারা। ফলে বর্ণানুক্রমিকভাবে ২০১৫ কোপা চিলিতে অনুষ্ঠিত হয়েছিল।

মঙ্গলবার এক প্রশ্নের জবাবে কনমেবল প্রধান বলেন, চিলির মতো যুক্তরাষ্ট্রও চমৎকারভাবে কোপা আমেরিকার আয়োজন করেছে। ২০১৯ সালে ব্রাজিল আয়োজন করবে।

ব্রাজিলের কোপা আমেরিকা আয়োজনের দীর্ঘ ইতিহাস আছে। ১৯১৯, ১৯২২, ১৯৪৯ ও ১৯৮৯ সালে কোপা আমেরিকা আয়োজন করেছিল তারা। এই সবগুলো আসরে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.