Sylhet Today 24 PRINT

পেলের জুলে রিমে ট্রফি বিক্রি হলো রেকর্ড দামে

স্পোর্টস ডেস্ক |  ০৯ জুন, ২০১৬

ফুটবল সম্রাট পেলের স্মৃতি বিজড়িত জুলে রিমে বিশ্বকাপ ট্রফিটি নিলামে ৫ লাখ ৭১ হাজার ডলারে বিক্রি হয়েছে।

পেলের সংগ্রহে থাকা বিশ্বখ্যাত ট্রফি ও স্মারক নিয়ে লন্ডনে আয়োজিত নিলামের দ্বিতীয় দিনে বিক্রি হয় ট্রফিটি। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বার বিশ্বকাপ জেতার পর পেলেকে দেয়া হয়েছিলো সেই জুলে রিমে ট্রফির রেপ্লিকা।

আয়োজকদের প্রত্যাশাকে ছাপিয়ে বিশ্বখ্যাত সুইস ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'হাবলট' জুলে রিমে ট্রফির আদলে গড়া ট্রফিটি কিনে নেয় রেকর্ড দামে।

১৯৫৮ সালের বিশ্বকাপ জিতে পেলের পাওয়া ব্যক্তিগত মেডেলটি নিলামে পেয়েছে ২ লাখ ৯০ হাজার পাউন্ড। বর্নিল ক্যারিয়ারে সাফল্যে মোড়ানো ব্রাজিলের সাবেক ফুটবল খেলোয়াড়ের ২ হাজার স্মারক নিলামে ওঠেছে। যার মধ্যে আছে মেডেল, জার্সি, বুটসহ আরো অনেক কিছু।

পেলেই একমাত্র ফুটবলার যিনি ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ৩ দিনের নিলামের শেষ দিন আজ (৯ জুন)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.