Sylhet Today 24 PRINT

অবশেষে আলোর মুখ দেখছে গাঙ্গুলী-দুর্জয় সিরিজ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০১৬

টেস্ট ক্রিকেটে যুক্ত হওয়ার পর এখন পর্যন্ত ভারতে কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। চলতি বছরে বাংলাদেশের সঙ্গে ভারতের একটি টেস্ট ম্যাচ খেলার আশ্বাস দিয়েছিলেন প্রয়াত বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হয়নি ওই সিরিজটি। তবে এবার নিশ্চিত হল ভারত-বাংলাদেশের এক ম্যাচের টেস্ট সিরিজ। আর ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে।

২০০০ সালে আইসিসির কাছ থেকে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন নাইমুর রহমান দুর্জয়। আর সৌরভ ছিলেন ভারতের অধিনায়ক। এই কারণেই এবারের ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের নামকরণ করা হচ্ছে দুই বাংলার দুই প্রাক্তন অধিনায়কের নামে গাঙ্গুলি-দুর্জয় সিরিজ। ভেন্যু ও সিরিজের নামকরণ ঠিক করা হলেও টেস্ট ম্যাচ শুরুর তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

চলতি মাসে জিম্বাবুয়ের মাটিতে একটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে ভারত। তারপরেই উড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে চারটি টেস্ট খেলে আসার পর আবার ঘরের মাঠে অক্টোবরেই কিউইদের বিপক্ষে রয়েছে সিরিজ। ইতোমধ্যে ইংল্যান্ডের সঙ্গে ৫ টি টেস্ট আর অস্ট্রেলিয়ার সাথে ৪ ম্যাচের টেস্ট সিরিজও চূড়ান্ত করে ফেলেছে দলটি।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের ব্যস্ত সূচির মধ্যেও বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আগ্রহী বিসিসিআই। আইসিসির এফটিপি অনুযায়ী ২০১৭ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে ভারতের কোন সিরিজ নেই। এই সময়টা ছাড়া ২০১৮ সাল পর্যন্ত এফটিপির বাইরে ভারতের কোন ফাঁকা সময় নেই। তাই এই ফাঁকা সময়টাতেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি খেলতে পারে ভারত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.