Sylhet Today 24 PRINT

চলছে মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া

স্পোর্টস ডেস্ক |  ১০ জুন, ২০১৬

আইপিএল থেকে দুটি চোট নিয়ে ফিরেছেন মুস্তাফিজ। একটি সমস্যা ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে, অন্যটি অ্যাঙ্কেলের নিচের দিকে।

তাই  চোট নিয়ে ফেরা মুস্তাফিজুর রহমানের পুনর্বাসন শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ফিজিও বায়েজিদুল ইসলাম ও ট্রেনার মারিও ভিল্লাভারায়াণই ঠিক করেছেন মুস্তাফিজের এখনকার করণীয় কাজগুলো।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমে বাঁহাতি পেসারকে সেগুলোরই কিছুটা বুঝিয়ে দিচ্ছেন ভিল্লাভারায়াণ। কত দিন চলবে এই পুনর্বাসন তা পরিষ্কার করে বলতে পারেননি ফিজিও, তবে জানিয়েছেন প্রতি সপ্তাহে মুস্তাফিজের যতটা উন্নতি হবে, সেটির ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আগামী ৭ দিন কোনভাবেই বল হাতে নিতে পারবেন না তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.