Sylhet Today 24 PRINT

ইউরোতে রুমানিয়াকে হারিয়ে ফ্রান্সের শুভসূচনা

ক্রীড়া প্রতিবেদক |  ১১ জুন, ২০১৬

ইউরোপের সর্ববৃহৎ ফুটবল আসর ইউরোতে শুভসূচনা করেছে স্বাগতিক ফ্রান্স। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা রুমানিয়া ২-১ গোলে হারায়।

বাংলাদেশ সময় শনিবার রাতে ফ্রান্সের প্যারিসের স্তাদে ডি ফ্রান্স স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় ফ্রান্স। এদিকে, রুমানিয়াও কম যায় নি তারাও আক্রমণে উঠে আসতে থাকে বারবার।

তবে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পায়নি কোনও দল। খেলার ৫৭ মিনিটে অলিভার জিরুদের গোলে প্রথম এগিয়ে যায় ফ্রান্স। ওয়েস্টহামে খেলা মিডফিল্ডার দিমিত্রি পায়েতের নেওয়া কর্নার থেকে জিরুদের হেড জালে আশ্রয় নেয়।

তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি রোমানিয়া। ম্যাচের ৬৪ মিনিটে ডি-বক্সের ভেতরে প্রতিপক্ষের খেলোয়াড় স্টানকুইকে অবৈধভাবে ফাউল করেন প্যাট্রিক এভার। ফলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান বোগদান স্টানকু।

ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছে মনে হচ্ছিল তখন ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে (৮৯ মিনিটে) আবারও এগিয়ে যায় ফ্রান্স। জয়সূচক গোলটি করেন দিমিত্রি পায়েত। কান্তের পাস থেকে প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া দারুণ শটে বল জালে জড়ান তিনি। ফলে শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দলটি।

এর আগে আলোর ঝলকানি আর সুরের মূর্ছনায় পর্দা উঠে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের। কড়া নিরাপত্তার মধ্যে প্যারিসের স্তাদে ডি ফ্রান্স স্টেডিয়াম ভাসে সুরের মূর্ছনায়। ফ্রান্স-রুমানিয়ার ফুটবল দ্বৈরথ মাঠে গড়ানোর আগে সংগীত পরিবেশন করেন ফরাসি গায়ক ডেভিড গেতা।

৮০ হাজার দর্শকের উপস্থিতিতে জনপ্রিয় এ গায়কের সঙ্গে স্টেজ মাতান সুইডেনের পপগায়িকা জারা লারসন। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের থিম সং ‘দিজ ওয়ান ফর ইউ‘ গানটি নিয়ে গ্যালারিতে আলোড়ন তোলেন ডিজে গায়ক ডেভিড গেতা। উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের জনপ্রিয় ক্যাঁ-ক্যাঁ ড্যান্স পরিবেশন করেন ১৫০ নৃত্যশিল্পী। এতে আলাদা ইভেন্টে অংশ নেয় ফ্রেঞ্চ এয়ারফোর্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.