Sylhet Today 24 PRINT

আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে : দুঙ্গা

স্পোর্টস ডেস্ক  |  ১৩ জুন, ২০১৬

১৯৮৭ সালের কোপা আমেরিকায় সর্বশেষ গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিলো ব্রাজিল। সেবার খেলোয়াড় হিসেবে ডাগ আউটে বসে কোপা থেকে বিদায় নেবার দৃশ্যটা দেখেছেন দুঙ্গা। এবার কোচ হিসেবে দলকে কোপার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে দেখলেন বিশ্বকাপ জয়ী সাবেক এই ব্রাজিলীয় ফুটবলার।

তবে পেরুর বিপক্ষে ব্রাজিলের সর্বশেষ হারটা তারও আগে। ১৯৮৫ সালে প্রীতি ম্যাচে পেরুর কাছে সর্বশেষ হেরেছিল ব্রাজিল। সেদিনের মতো আজও (সোমবার) ১-০ গোলে জিতেছে পেরু। হাত দিয়ে জয়সূচক গোলটি করেন রাউল রুইদিয়াস। ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেন, ‘কোপা আমেরিকা থেকে ব্রাজিল বিদায় নিয়েছে ঠিকই কিন্তু এ বিদায় ফুটবল খেলে নয়।’

আরও পড়ুন- ‘হাতের গোলে’ ব্রাজিলকে বিদায় করলো পেরু [ভিডিও]


এমন বিতর্কিত পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না কোচ দুঙ্গা। সংবাদ সম্মেলনে যেন রাগে গজগজ করছিলেন তিনি। ‘কি হয়েছে তা সবাই দেখেছে। এখানে আমাদের হাতে কিছু ছিল না, যা হয়েছে তা পরিবর্তন করার ক্ষমতাও আমাদের নেই।’

রেফারিদের একহাত নিয়েছেন ব্রাজিল কোচ, ‘৪ মিনিট ধরে কথা বলার পরও রেফারিরা বিষয়টি ধরতে পারলেন না কেন? তাহলে এত সময় ধরে তারা কার সাথে কথা বলছিলেন?’

দলের এমন ন্যাক্কারজনক হারের পর কোচের পদ থেকে দুঙ্গার বিদায় দেখছেন অনেকে। তবে কোচ হিসেবে বরখাস্তের বিষয়ে কোনো অনুতাপ বা ভয় নেই তার। তিনি বলেন ‘আমি মৃত্যুকে ভয় পাই, বরখাস্ত হওয়াকে নয়। আমি জানি আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে।’

আরও পড়ুন- হেডফোনে কার সঙ্গে ৪ মিনিট কথা বললেন রেফারি?

এবারের আসরে প্রথম ম্যাচেই ধাক্কা খায় ব্রাজিল। ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। ভাগ্যের ছোঁয়ায় সেদিন হারতে হয়নি তাদের। ৬৬ মিনিটে ইকুয়েডর পরিস্কার গোল করলেও গোল বাতিল করে দেন রেফারি।

অবশ্য পরের ম্যাচেই ভালোভাবে ফিরে আসে তারা। হাইতিকে হারায় ৭-১ গোলের বিশাল এক ব্যবধানে। শেষ ম্যাচে পেরুর সঙ্গে ড্র করতে পারলেও ব্রাজিল উঠে যাবে শেষ আটে- এমন সহজ সমীকরণের ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তই ব্রাজিলকে ছিটকে দিল কোপার শতবর্ষী আসর থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.