Sylhet Today 24 PRINT

অলিম্পিকে ব্রাজিলের কোচের দায়িত্বে মিকালে

স্পোর্টস ডেস্ক |  ১৬ জুন, ২০১৬

রিও দে জেনেইরো অলিম্পিকে নেইমারদের কোচের দায়িত্ব পালন করবেন রজেরিও মিকালে। আগামী আগস্টে রিও অলিম্পিক অনুষ্ঠানের সূচি রয়েছে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বুধবার তাদের ওয়েবসাইটে অলিম্পিকে মিকালেকে কোচের দায়িত্ব দেওয়ার কথা জানায়।

৪৭ বছর বয়সী মিকালে ২০১৫ সাল থেকে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব পালন করে আসছেন।

অলিম্পিকে এখনও সোনা জিততে না পারা ব্রাজিল এবারের প্রতিযোগিতার চূড়ান্ত দল আগামী ২৯ জুন দেবে। জাপানের বিপক্ষে ৩০ জুলাই প্রীতি ম্যাচ দিয়ে নেইমাররা তাদের রিও অলিম্পিকের প্রস্তুতি শুরু করবে।

যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে ব্রাজিল বাদ পড়ার পর গত মঙ্গলবার জাতীয় দলের সমন্বয়কারী জিলমার রিনালদি ও কোচ দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে ছাঁটাই করে।

তারপর থেকে করিন্থিয়ান্সকে সাফল্য এনে দেওয়া আদেনর লিওনোর্দোর ব্রাজিল দলের কোচ হওয়ার জোর সম্ভাবনা নিয়ে খবর বের হয়। মঙ্গলবার রাতেই সিবিএফ কর্তাদের সঙ্গে কথা বলতে সাও পাওলো থেকে রিও দে জেনেইরোতে যান তিতে নামে পরিচিত এই কোচ।

তিন ঘণ্টার আলোচনা শেষে মধ্যরাতের দিকে সিবিএফের মুখমাত্র দগলাস লুনারদি জানান,দুই পক্ষ শিগগিরই আবার আলোচনায় বসবে।

ব্রাজিলের গণমাধ্যমে অবশ্য জাতীয় দলে দুঙ্গার জায়গায় তিতের দায়িত্ব পাওয়ার খবর দেওয়া হয়।

সাও পাওলোর সবচেয়ে বড় ক্লাব করিন্থিয়ান্সকে ২০১১ ও ২০১৫ সালে ব্রাজিলের শীর্ষ লিগ জিতিয়েছেন তিতে। ২০১২ সালে প্রথমবারের মতো জিতিয়েছেন কোপা লিবের্তাদোরেস ও ওয়ার্ল্ড ক্লাব কাপ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.